আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে ২ মাস কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ বুধবার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে “২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি” মন্তব্য করার প্রেক্ষিতে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।
ট্রাইব্যুনাল তার পর্যবেক্ষণে জানায়, শেখ হাসিনার ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, সবার তালিকা চেয়েছেন’ এই বক্তব্যের কারণে মামলার সাক্ষীরা ভয়ভীতি পেয়েছেন, এবং বিচারপ্রক্রিয়ার বাঁধা তৈরি হয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগষ্টের গণহত্যার বিচারপ্রক্রিয়ার সাথে যারাই জড়িতে তাদের হত্যার হুমকি দিয়েছেন শেখ হাসিনা। তা তার বক্তব্যে প্রমাণিত হয়েছে।
এসময় তিনি জানান, শেখ হাসিনা যেদিন গ্রেপ্তার হবেন, সেদিন থেকেই সাজা কার্যকর হবেন।