শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

রংপুরে এসে জামায়াত আমিরের মুখে সংস্কারের কথা

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

ভালো নির্বাচনের জন্য মৌলিক বিষয়ে কার্যকর সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনের আগে পরিবেশ দরকার।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুরে জনসভায় যোগ দেওয়ার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, আমরা সবসময় মবের ঘোর বিরোধী। মব ১৯৭২ সাল থেকে শুরু হয়েছে। এখন দেশে এমন পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? এজন্য আগে পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রস্তাব এসেছে। তাই আগে সংস্কার, পরে নির্বাচন করতে হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ শুক্রবার রংপুর জিলা স্কুল মাঠে শুরু হয়েছে জামায়াতের বিভাগীয় জনসভা। ১৭ বছর পর রংপুরের এই জনসভায় দুই লক্ষাধিক লোক সমাগমের টার্গেট নিয়েছে দলটি।

বিকেল ৩টায় আয়োজিত জনসভা উপলক্ষে রংপুর জিলা স্কুল মাঠে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। মাঠের ভেতরে প্রবেশের জন্য নতুন দুটি প্রবেশপথ তৈরি করা হয়েছে। তাছাড়া নারীদের পর্দার সঙ্গে বক্তব্য শোনার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।

বিভাগীয় এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে প্রধান বক্তা সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান। এছাড়াও জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেবেন জনসভায়।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

নিষেধাজ্ঞা অমান্য করে কুবির নতুন ক্যাম্পাসে সিএসই বিভাগের ভ্রমণ 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধিকতর সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন নতুন ক্যাম্পাসে প্রবেশ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের বাসযোগে সেখানে ভ্রমণের ঘটনা ঘটেছে। প্রশাসন বলছে, এ বিষয়ে...

“যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন, তবে যোগ্য নেতা পাবেন না”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমাদের দেশের ভোটাররা ২০০ টাকায় ভোট বিক্রি করেন। আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি...

গাজায় স্থায়ী যুদ্ধবিরতিই সৌদি আরবের প্রধান অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতিই বর্তমানে সৌদি আরবের প্রধান অগ্রাধিকার। ২০২০ সালের আব্রাহাম চুক্তির ভিত্তিতে ইসরায়েল ও কয়েকটি...

পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’

চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিতে নেমেছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে শাহবাগ মোড়ে ‘ব্লকেড’ করেছেন। এতে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার...

সম্পর্কিত নিউজ

নিষেধাজ্ঞা অমান্য করে কুবির নতুন ক্যাম্পাসে সিএসই বিভাগের ভ্রমণ 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধিকতর সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন নতুন ক্যাম্পাসে প্রবেশ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও...

“যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন, তবে যোগ্য নেতা পাবেন না”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমাদের দেশের ভোটাররা ২০০...

গাজায় স্থায়ী যুদ্ধবিরতিই সৌদি আরবের প্রধান অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতিই বর্তমানে সৌদি...