রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, রপ্তানি আয়ের সামগ্রিক পতন সত্ত্বেও বাংলাদেশের পোশাক খাত আগের বছরের তুলনায় অক্টোবরে রাজস্বে তিন দশমিক ২৭ শতাংশ বৃদ্ধি রেকর্ড করেছে।
চলতি অর্থবছরের অক্টোবরে মোট রপ্তানি আয় সাত দশমিক ৮৫ শতাংশ কমে ৪৩৫ কোটি মার্কিন ডলার হয়েছে, যা ২০২১-২০২২ অর্থবছরে একই মাসে ৪৭২ কোটি মার্কিন ডলার ছিল।
তবে পোশাক রপ্তানি থেকে আয় বেড়ে ৩৬৭ কোটি মার্কিন ডলার হয়েছে, যা পূর্বের অর্থবছরে ছিল ৩৬৫ কোটি মার্কিন ডলার।
ইপিবি অনুসারে, ২০২৩ অর্থবছরের জুলাই-অক্টোবরের মধ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বছরে ১০ দশমিক ৫৫ শতাংশ বেড়ে এক হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার হয়েছে। গত বছরের একই সময়ে তৈরি পোশাক রপ্তানি থেকে দেশে এক হাজার ২৬২ কোটি মার্কিন ডলার এসেছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘যদিও অক্টোবরে তৈরি পোশাকের চালান কমবে বলে আশা করা হয়েছিল, এই উৎসাহজনক উন্নতিকে স্বাগত জানাই।’