রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ব্যতিক্রমী এক প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন ৫১ বছর বয়সী শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান। তিনি রাকসুতে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিনি মনোনয়নপত্র উত্তোলন করেন।
মনোনয়নপত্র নেওয়ার পর শাহরিয়ার বলেন, “আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আমার বয়স ৫১। শিক্ষক, কর্মকর্তা, সহপাঠীসহ বিশ্ববিদ্যালয়ের অনেকে আমাকে চেনেন, ভালোবাসেন, অনুপ্রেরণা দেন। আমি আশাবাদী একজন সংগ্রামী মানুষ হিসেবে সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে ভোট দেবেন।”
তিনি আরও জানান, “২০০২ সালে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী ছিলাম। পারিবারিক কারণে তখন পড়াশোনা ছেড়ে দিতে হয়। এরপর বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছি। একসময় মনে হলো, পড়াশোনা আবার শুরু করা দরকার। ২০১৭ সালে এসএসসি ও ২০২০ সালে এইচএসসি পাস করি। এরপর ২০২০-২১ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই।”
শাহরিয়ার মোর্শেদ খান একজন বিবাহিত ব্যক্তি। তাঁর চার কন্যাসন্তান রয়েছে। এরমধ্যে একজন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী, যার বিয়ে দিয়েছেন গত মাসে। শাহরিয়ার নিজে হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী এবং তাঁর জামাতা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী।
উল্লেখ্য, আজ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন। একইসঙ্গে আজই শেষ হচ্ছে প্রার্থীদের জন্য নির্ধারিত ডোপ টেস্টের সময়সীমা।