মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

রাকসু নির্বাচনে ভোটাধিকার পাচ্ছেন না বিদেশী শিক্ষার্থীরা

সাজিদুর রহমান সাজিদ,রাবি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিদেশী শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুযোগ থাকছে না। 

গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট)  নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলে বিষয়টি সামনে আসে। 

বিশেষ করে তালিকায় বাদ পড়েছেন বিশ্ববিদ্যালয়ে শহীদ মীর আব্দুল কাইয়ুম ইন্টারন্যাশনাল ডরমিটরির বিদেশী শিক্ষার্থীরা।

রাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন বলেন, জাতীয় পরিচয়পত্র না থাকা এবং ভোটাধিকারকে বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করায় তাদের এই প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছৈ।

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘বিদেশি শিক্ষার্থীদের যেহেতু জাতীয় পরিচয়পত্র নেই, তাই তাদের ভোটাধিকারও নেই। জাতীয় পর্যায়ে ভোট দেওয়ার অধিকার না থাকায় বিশ্ববিদ্যালয় পর্যায়েও তারা ভোট দিতে পারবে না।’

রাকসু’র গঠনতন্ত্রে এ সংক্রান্ত কোনো আইন উল্লেখ আছে কিনা জানতে চাইলে অধ্যাপক আমজাদ বলেন, ‘যদিও বিষয়টি আমাদের বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্রে সরাসরি উল্লেখ নেই, কিন্তু ভোটাধিকার একটি নাগরিক অধিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ও এই একই নিয়ম অনুসরণ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে।’

এর আগে, গত ৬ আগস্ট রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে বিদেশি শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত ছিল না। এ নিয়ে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন পুনরায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল।

এ বিষয়ে নেপালি শিক্ষার্থী সুমিত শর্মা বলেন, ‘আমি প্রথমে ভেবেছিলাম আমাদের একজন প্রতিনিধি থাকা উচিত, যিনি বিদেশি শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কথা বলবেন। কিন্তু পরবর্তীতে আমাদের অনেকেই এ বিষয়ে অনীহা প্রকাশ করে এবং আমার এই ভাবনার কারণে কেউ কেউ আমার প্রতি বিরূপ মনোভাবও দেখায়। তখন আমি বিষয়টি নিয়ে আর অগ্রসর হইনি। এখন যেহেতু আমাদের ভোটাধিকার থাকছে না, তাই আর কিছু করার নেই। তবে আমাদের ভোটাধিকার থাকলে পছন্দের কোনো বাংলাদেশী প্রার্থীকে প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পেতাম।’

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

এবার হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে নিয়ে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার মন্তব্য এখন রাজনৈতিক অঙ্গনে চলছে উত্তাল পরিস্থিতি।...

বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক মেয়র তাপসের আরেক সহযোগী গ্রেফতার

বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে প্রাপ্ত মোস্তাফিজুর রহমান টুটু(৫৩), পিতা-মৃত গোলাম মহিউদ্দিন, মাতা-ফাতেমা বেগম, সাং-১৩৭ নং রাখালবাবু সড়ক, ফকির...

মিরসরাইয়ে প্রবাসীর ঘরে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের মিরসরাইয়ে কুয়েত প্রবাসীর পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আব্দুল হাকিম...

নারীর প্রতিনিধিত্ব ১০০ আসনের প্রস্তাবে বেশির ভাগ দল একমত

নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বিদ্যমান ৫০টি সংরক্ষিত আসন বহাল রাখার পাশাপাশি নারী প্রতিনিধিত্ব ১০০ আসনে উন্নীত করার প্রস্তাবে বেশির ভাগ দল একমত হলেও সরাসরি...

সম্পর্কিত নিউজ

এবার হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে নিয়ে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক...

বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক মেয়র তাপসের আরেক সহযোগী গ্রেফতার

বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে প্রাপ্ত মোস্তাফিজুর রহমান টুটু(৫৩),...

মিরসরাইয়ে প্রবাসীর ঘরে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের মিরসরাইয়ে কুয়েত প্রবাসীর পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার...