সারাদিন গরমের তীব্রতার পর শীতল বাতাসে কিছুটা স্বস্তি হয়তো নগরবাসীর প্রত্যাশা ছিল। তবে আচমকা ঝড়ো বাতাসে ধুলোবালির ঝাপটায় কিছুটা দিশেহারা হয়ে পড়েন নগরীর জনতা। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় এ মুহূর্তে ঝড়-বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রপাত হচ্ছে। তবে টানা গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যার দিকে এ ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।
এর আগে সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
হঠাৎ বৃষ্টিতে বাসায় ফিরতে ভিজতে হবে ভেবে কিছুটা বিরক্ত হলেও স্বস্তির কথা বলছিলেন সহকর্মী আবু হায়াৎ শুভ। তার ভাষ্য এই ধুলোবালি থেকে বৃষ্টিতে পর কিছুটা মুক্তি মিলবে।