শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeরাজনীতিরাজধানীতে বনানী থানা জামায়াতের আমির ও সম্পাদকসহ ১০ নেতাকর্মী আটক

রাজধানীতে বনানী থানা জামায়াতের আমির ও সম্পাদকসহ ১০ নেতাকর্মী আটক

রাজধানীতে জামায়াতে ইসলামীর বনানী থানার আমির তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা রাফিসহ ১০ নেতাকর্মীকে বনানী ওয়ারলেস গেট নবাবী রেস্টুরেন্ট থেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ৯টায় তাদেরকে আটক করা হয়। রাজধানীতে বিশৃঙ্খলা ঘটানোর উদ্দেশ্যে গোপন সভা করার সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বনানীতে নবাবী রেস্টুরেন্টে মঙ্গলবার রাতে গোপনে বৈঠক করছিলেন জামায়াতের নেতাকর্মীরা। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

জানা যায়, এ সময় সেখান থেকে বনানী থানা জামায়াতের আমির তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা রাফিসহ জামাত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ