রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা দিয়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে ঘটনার পর থেকে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য জানা যায়নি।
আইএসপিআরের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনীর এফ -৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি ১ টা ০৬ মিনিটে উড্ডয়ন করে বলে জানা গেছে।
দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে আছড়ে পড়েছে। সেখানে বেশ কিছু হতাহতের শঙ্কা করা হচ্ছে। বিজেআই সেভেন মডেলের বিমানটি আছড়ে পড়ার পর সেখানে আগুন ধরে যায়।
ধারণা করা হচ্ছে, এতে করে হতাহত ঘটনা ঘটতে পারে।
আইএসপিআর সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ বিমানটির নিয়ন্ত্রণে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির।