রাজধানীতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ বিজয়নগর এলাকার একটি খাবার হোটেলে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট চেষ্টা চালাচ্ছে বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব মিয়া জানিয়েছেন৷
তিনি জানান, বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিজয়নগরে হোটেল ৭১ এর পেছনে একটি ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, হোটেল একাত্তরের পেছনের গলিতে অবস্থিত ভবনটিতে খাওয়ার আড্ডা নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। সেই ভবনের টপ ফ্লোরে আগুন লেগেছে। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানাতে পারিনি।