বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

রাজনীতিমুক্ত ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের নিয়ে শিবিরের আলোচনা সভা

-বিজ্ঞাপণ-spot_img

‎পাবিপ্রবি প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অভ্যন্তরে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও হঠ্যাৎ করেই শিবিরের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা সভা করার পর থেকেই শিবিরের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা শুরু হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রায় অর্ধশতাধিক নবীন শিক্ষার্থীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয় শিবিরের একাধিক নেতা-কর্মী এতে উপস্থিত ছিলেন। মিটিংয়ে বক্তব্য রাখার জন্য উপস্থিত ছিলেন শিবিরের পাবনা শহর সভাপতি গোলাম রহমান জয়।

আজ সেই আলোচনা সভার কিছু ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়েন বিশ্ববিদ্যালয় শিবিরের কয়েকজন নেতা। এরপরই এটা নিয়ে সমালোচনা শুরু হয়।

‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত বছরের ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের নীতিনির্ধারকদের জরুরি আলোচনা এবং বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ধারা ১১(১২) অনুসারে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়। ‎

নিষেধাজ্ঞা অমান্য করেই শিবিরের প্রকাশ্যে এমন রাজনৈতিক কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

ইংরেজি বিভাগের ২০২৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মজনু আলম বলেন, ‘ক্যাম্পাসের ভেতরে রাজনীতি নিষিদ্ধ। ক্যাম্পাসে কোনো দলের কার্যক্রম পরিচালনাকে আমি সমর্থন করি না। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ক্যাম্পাসে রাজনীতি করা যাবে না। তাদের ক্যাম্পাসের ভেতরে বাইরে থেকে নেতা এনে কর্মকাণ্ড পরিচালনা উচিত হয়নি। আমি প্রশাসনের কাছে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের সাধারণ শিক্ষার্থীদের চাওয়া ভিত্তিতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ রয়েছে। আমরা চাই  ছাত্র সংগঠনগুলো দায়িত্বশীল আচরণ করুক।’

এ বিষয়ে জানতে চাইলে ছাত্র শিবিরের পাবনা শহর শাখার সভাপতি গোলাম রহমান জয় বলেন, ‘এটা কোন আলোচনা সভা ছিল না। নবীন শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফিটনেস ক্লাব ক্রিকেট খেলার আয়োজন করেন। আমি খেলা দেখতে যাই। ক্রিকেট খেলা শেষে আমরা মুক্ত মঞ্চে সিনিয়র-জুনিয়র সবাই বসে। সেখানে নবীন শিক্ষার্থীরা নতুন জায়গায় কীভাবে চলাফেরা করবে এ ব্যাপারে আমি মিনিট কয়েক কথা বলি। এখন কে বা কারা দলীয় নাম ব্যবহার করে ফেসবুকে পোস্ট করেছে এ বিষয়ে আমি অবগত নই।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, ‘আমি কিছুদিন ধরে ফেসবুক ব্যাবহার করছিনা। তবে আজ আমি এবিষয়ে অবগত হয়েছি। তারা অনুমতি না নিয়ে এটা করেছে। তারা এমনটা কেন করছে তা জানতে আমি তাদেরকে প্রক্টর অফিসে ডাকবো।’

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

রাজনীতি নিষিদ্ধ গকসুর রাজনৈতিক ভিপি প্রার্থীরা

গবি সংবাদদাতাগণ বিশ্ববিদ্যালয়ে (গবি) রাজনীতি নিষিদ্ধ থাকলেও আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে মনোনয়ন নেওয়া একাধিক প্রার্থীর রাজনৈতিক সংগঠনের সঙ্গে...

পটুয়াখালীতে ঘুষের ভিডিও ধারণকালে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিলেন ভূমি কর্মকর্তা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ নেয়া ও নিজস্ব দালাল চক্রের সদস্যের ভিডিও ধারণের সময় সাংবাদিকদের উপরে হামলা করে মোবাইল ফোন ছিনিয়ে...

বেরোবিতে অনুমোদনবিহীন ভর্তি: অনিশ্চয়তায় ২০৫ গবেষক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এমফিল, পিএইচডি ও পোস্ট ডক্টরালের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন না থাকলেও ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ২০৫...

খালেদা জিয়া: বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক 

বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের দ্বন্দ্ব সবসময়ই একটি কেন্দ্রীয় বিষয়। এই দ্বন্দ্বের ভেতর দিয়ে একদিকে যেমন জনগণের মুক্তিকামী চেতনা উন্মোচিত হয়েছে, অন্যদিকে আবার বারবার...

সম্পর্কিত নিউজ

রাজনীতি নিষিদ্ধ গকসুর রাজনৈতিক ভিপি প্রার্থীরা

গবি সংবাদদাতাগণ বিশ্ববিদ্যালয়ে (গবি) রাজনীতি নিষিদ্ধ থাকলেও আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে ভাইস...

পটুয়াখালীতে ঘুষের ভিডিও ধারণকালে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিলেন ভূমি কর্মকর্তা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ নেয়া ও নিজস্ব দালাল চক্রের সদস্যের...

বেরোবিতে অনুমোদনবিহীন ভর্তি: অনিশ্চয়তায় ২০৫ গবেষক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এমফিল, পিএইচডি ও পোস্ট ডক্টরালের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)...