সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, সরকারকে ফখরুল

-বিজ্ঞাপণ-spot_img

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানানো হয়।

শুক্রবার (১৩ অক্টোবর) তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় দলীয় এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মির্জা ফখরুল ইসলাম সভাপতিত্ব করেন।

‘রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে’- তথ্য উপদেষ্টার এমন বক্তব্যকে ‘মারাত্মক অভিযোগ’ বলে মনে করেন বিএনপির এ শীর্ষ নেতা। তিনি বলেন, উনি জেনেশুনে বলে থাকলে আমি অবশ্যই এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি।

বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে। এটা আমাদের দায়িত্ব। আমরা হাজার বার বলেছি, আমাদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান) বলেছেন, এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব। তাহলে এই কথাটা উনারা কেন বলবেন। আমার মনে হয়, তিনি হয়তো এর গুরুত্ব বুঝতে পারেননি অথবা এর প্রেক্ষিতটা বুঝতে পারেননি।

মির্জা ফখরুল বলেন, সময়টা সবচেয়ে কঠিন। প্রতিটি মুহূর্ত আমাদের এখন সতর্কভাবে পার করতে হবে, প্রতিটি কথা মেপে বলা দরকার। আমরা এমন কোনো কথা বলব না, যা আমাদের এই বিজয়কে নষ্ট করে দেয়, অর্জনকে নষ্ট করে দেয়।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনাদের সামনে অনেক কাজ। অনেকে মনে করেছেন, হাসিনা পালিয়ে গেছেন, কাজ শেষ হয়ে গেছে, না। কিছুক্ষণ আগে সুলতান সালাউদ্দিন টুকু (বিএনপির নেতা) বলছিলেন, আমাদের এই আন্দোলন চলবে নির্বাচন পর্যন্ত। না, না…এই নির্বাচনের পরে আরও বহু বহুদিন…যতক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রকে সংস্কৃতিতে পরিণত করতে পারব, গণতন্ত্র একটা ব্যবস্থা হয়ে দাঁড়াবে, ওই জায়গায়তো আমাদের পৌঁছাতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্রের কথা আমরা বলছি, সেই গণতন্ত্র কথার কথা নয়। এটা একটা সংস্কৃতি। আপনি-আমি কীভাবে কথা বলব, আমি আমার প্রতিবেশীর সঙ্গে কেমন কথা বলব, আমার রাজনীতির প্রতিপক্ষের সঙ্গে কীভাবে কথা বলব— সে বিষয়গুলো আমাদের গণতন্ত্রের ভেতর দিয়ে শিখতে হবে।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় ‍উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

কুবিতে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীসহ আটক ৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় খেলার মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীসহ তিনজনকে আটক করেছে প্রক্টোরিয়াল বডি।  রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার...

পাসপোর্ট অফিসে দুদকের অভিযান , আটক ৩

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তিন দালালকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৭...

সারাদেশে ধর্ষণ, ছিনতাই ও রাহাজানির বিরুদ্ধে কুবিতে বিক্ষোভ

সারাদেশে ধর্ষণ, ছিনতাই ও রাহাজানির বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে শিক্ষার্থীরা...

ছাত্রশিবির মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে শহীদদের অবমাননা করছে: ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে চলমান পরিস্থিতি নিয়ে ইসলামী ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায় ছাত্রদলের...

সম্পর্কিত নিউজ

কুবিতে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীসহ আটক ৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় খেলার মাঠ থেকে মাদক সেবনরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীসহ তিনজনকে...

পাসপোর্ট অফিসে দুদকের অভিযান , আটক ৩

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তিন...

সারাদেশে ধর্ষণ, ছিনতাই ও রাহাজানির বিরুদ্ধে কুবিতে বিক্ষোভ

সারাদেশে ধর্ষণ, ছিনতাই ও রাহাজানির বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। রবিবার...
Enable Notifications OK No thanks