রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ সম্পর্কিত ঘোষণাপত্রের খসড়া তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
শফিকুল আলম বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা চলছে এবং এটি প্রস্তুত করার কাজও চলছে। আগামীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলোচনা হবে এবং সে আলোকে খসড়া তৈরি করা হবে। আমরা আশা করছি, এই প্রক্রিয়ায় অগ্রগতি দেখা যাবে। তবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা কখন হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ তিনি উল্লেখ করেননি।
এর আগে, ৩১ ডিসেম্বর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের কর্মসূচি ঘোষণা করেছিল, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। এর পরবর্তী দিন ৩০ ডিসেম্বর, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় এক জরুরি ব্রিফিংয়ে জানিয়েছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরি করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেছিলেন, এই ঘোষণাপত্রটি জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে তুলে ধরবে। এবং এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে প্রস্তুত হবে।
এছাড়া, ৩১ ডিসেম্বর শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালন করে এবং ওই কর্মসূচিতে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।
১৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “আমরা আমাদের ঘোষণায় বলেছিলাম, কিছুদিনের মধ্যে এটি প্রস্তুত করা হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “১৫ জুলাইয়ের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে কি না?” এ বিষয়ে তিনি আগের উত্তর পুনরায় উল্লেখ করেন।