রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর হাট জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি সাইফুল ইসলাম ইমরুলকে (২৯) তুলে নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। শনিবার (১২ নভেম্বর) বেলা ১২টার দিকে সালথা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে তার পরিবার।
নিখোঁজ সাইফুল ফরিদপুরের সালথা উপজেলার বড়বাহিরদিয়া এলাকার সিরাজুল ইসলামরে মেঝো ছেলে।
লিখিত বক্তব্যে মুফতি সাইফুল ইসলাম ইমরুলের বাবা মো. সিরাজুল ইসলাম বলেন, গত ৮ নভেম্বর সন্ধ্যায় আমার মেঝো ছেলের কর্মস্থল রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর হাট জামে মসজিদ এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে ৩ থেকে ৪ জন সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে রাজবাড়ী ও ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, ছেলের সন্ধান চেয়ে গত ৯ নভেম্বর বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। সাইফুলের কোনো খোঁজখবর না পাওয়া তার মা, স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যরা দুঃশ্চিন্তায় জীবনযাপন করছে। সাইফুলকে সুস্থ শরীরে ফিরে পেতে রাজবাড়ী এবং ফরিদপুরসহ বাংলাদেশ পুলিশ ও প্রশাসনিক সকল দফতরে অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, নিখোঁজ সাইফুলের মা সাবিনা বেগম, স্ত্রী ফাতেমা বেগম, দুই বোন মনিরা ও শারিফা, দুই ছেলে ফারহান জামিল (৪) ও ফায়াজ (২) এবং সাইফুলের শ্বশুর মওলানা ওহিদুজ্জামান প্রমুখ।