রাজশাহীতে বিএনপির গণসমাবেশের আগে গত দুই দিন ধরে চলছে বাস ধর্মঘট। মহাসড়কে অবৈধ সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করার দাবি নিয়ে বাস মালিকরা বৃহস্পতিবার থেকে এই ধর্মঘটের ডাক দেন।
এবার নতুন করে শুরু হয়েছে সিএনজিচালিত অটোরিকশা ও থ্রি হুইলার ধর্মঘট। শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সড়কে ধর্মঘট শুরু করে সিএনজিচালিত অটোরিকশা ও থ্রি-হুইলার মালিকরা।
মালিক ও চালকেরা বলছেন, অবাধ চলাচল ও হয়রানিমুক্ত রেজিস্ট্রেশনের দাবিতে তারা এই ধর্মঘট শুরু করেছে।
এদিকে বাসের পর অটোরিকশা-লেগুনায় ধর্মঘট শুরু হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
সিএনজি টেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক দিদার হোসেন ভুলু বলেন, সরকার বৈধভাবে সিএনজিচালিত অটোরিকশা আমদানি করে। সেই সিএনজি বিক্রি করে সরকার লাভও করে। তবে আমাদের লাইসেন্স পেতে কেন ভোগান্তি হবে? প্রধান প্রধান মহাসড়ক বাদে আমাদের তো সব সড়কেই চলাচলে অনুমতি আছে। তবে কেন হয়রানি করা হবে? আমরা আমাদের লাইসেন্স ও হয়রানি মুক্তির দাবিতে সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডেকেছি।
তিনি আরও বলেন বলেন, বিএনপির সমাবেশের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। আমরা আমাদের দাবি আদায়ের জন্যই এই ধর্মঘট ডেকেছি।
বাস মালিক সমিতির সঙ্গে সাংঘর্ষিক কিছু নাই উল্লেখ করে এই পরিবহন নেতা বলেন, আমরা আমাদের যৌক্তিক দাবিতেই ধর্মঘটের ডাক দিয়েছি।