রাজশাহীর মোহনপুর উপজেলার গাঙ্গোপাড়া গ্রামে অবস্থিত ‘দেশ কোল্ড স্টোরে’ ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) গভীর রাতে সংঘবদ্ধ একটি ডাকাতদল স্টোরে হামলা চালিয়ে প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা য়ায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ৪টার মধ্যে ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত দেশ কোল্ড স্টোরে হানা দেয়।
এসময় দেশীয় অস্ত্রে সজ্জিত ডাকাতরা কোল্ড স্টোরে প্রবেশ করে নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের হাত-পা বেঁধে জিম্মি করে ফেলে।
পরবর্তীতে স্টোরের যন্ত্রাংশ খুলে ফেলে এবং মালামাল দুটি মিনি ট্রাকে করে নিয়ে যায়।
লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে: ৩টি জেনারেটর, ৩টি ইউপিএস,পাওয়ার ট্রান্সফরমারের ৩৫ ফুট সংযোগ তার, ৩৬টি তিন ফুট লম্বা তামার বার, ৫টি সাবমারসিবল পাম্প, ৩টি ব্যাটারি, একটি এসি মেশিন, বিভিন্ন ঘরের তালা ভেঙে মালামাল ও অফিস কক্ষ থেকে আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকাসহ নগদ অর্থ
এ বিষেয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, “রাত ১টা থেকে ৪টার মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটে। ডাকাতরা শ্রমিকদের জিম্মি করে পুরো ঘটনা ঘটায়। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এবং কোনো মালামাল উদ্ধার করাও সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”