বুধবার, ৬ আগস্ট, ২০২৫

রাজশাহীতে বিশেষ ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ, ভিডিও ভাইরাল

-বিজ্ঞাপণ-spot_img

সজল মাহমুদ, রাজশাহী :

ঢাকামুখী বিশেষ ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজশাহী রেলস্টেশনে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, এক তরুণ ট্রেনের সামনে দাঁড়িয়ে চালককে বারবার “ব্রেক ধরেন” বলে আহ্বান জানান। ট্রেন এগিয়ে গেলে তিনি হাতে থাকা পাথর ট্রেনটির দিকে ছুড়ে মারেন। নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে তরুণটি বক্তব্য দেন। পরে ট্রেন থামলে যাত্রীরা তাকে ঘিরে ধরেন এবং বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি অপর একজনকে সঙ্গে নিয়ে সিল্কসিটি এক্সপ্রেসে উঠে বসেন।

ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ভিডিওর সত্যতা যাচাই করা হচ্ছে। নিশ্চিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, “তরুণটি শুরু থেকেই ঝামেলা করছিল। রেলওয়ে আইনের ১২৭ ধারায় চলন্ত ট্রেনে পাথর ছোড়ার জন্য ১০ হাজার টাকা জরিমানা, ১০ বছর পর্যন্ত বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। যদি মৃত্যু ঘটে, তাহলে দণ্ডবিধির ৩০২ ধারায় ফাঁসির বিধানও রয়েছে।”

রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, “ভিডিওটি আমরা দেখেছি। গোয়েন্দা পর্যায়ে তথ্য সংগ্রহ চলছে। সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জানা গেছে, ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে সারা দেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আনতে সরকার আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করে, যার জন্য বরাদ্দ ছিল প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা। রাজশাহীর জন্য নির্ধারিত ছিল ‘বাংলা ট্রেন’ নামে একটি সাধারণ ট্রেন। তবে অনেকেই বনলতা বা সিল্কসিটির মতো আন্তনগর ট্রেন চাচ্ছিলেন। ফলে একাংশ স্টেশনে বিক্ষোভ শুরু করে।

এক পর্যায়ে কেউ ট্রেনের সামনে বসে পড়েন, কেউ শুয়ে পড়েন। পাটচালিত ট্রেনটি আটকে রাখেন বিক্ষোভকারীরা। ওই তরুণ একাই রেললাইনের ওপর শুয়ে পড়েন, যার ফলে প্রায় ৪৫ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে।

পরে আপত্তি বিবেচনায় ৩৫ জনকে সিল্কসিটি এক্সপ্রেসে এবং বাকিদের নির্ধারিত ট্রেনে করে ঢাকায় পাঠানো হয়। রাজশাহী স্টেশন থেকে প্রায় ২০০-২৫০ যাত্রী ঢাকার উদ্দেশে রওনা হন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণা গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে: ফখরুল

জুলাই ঘোষণাপত্র ও আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের সময়কে স্বাগত জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই ঐতিহাসিক জুলাই ঘোষণা...

জুলাই ঘোষণাপত্রে শহীদের সংখ্যা নিয়ে তামাশা করা হয়েছে : রাশেদ খাঁন

জুলাই ঘোষণাপত্রে শহীদের সংখ্যা নিয়ে তামাশা করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।বুধবার (৬ আগস্ট) দুপুরে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিক্রিয়া...

আধিপত্য বিস্তারে চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

চাঁদের মাটিতে পারমাণবিক চুল্লি স্থাপন করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০৩০ সালের মধ্যেই এটি বাস্তবায়নের লক্ষ্য নিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে,...

বৈষম্যের অভিযোগ ডিসির বিরুদ্ধে, আহত যোদ্ধারা বলছেন—আমরা অবহেলিত

শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের ফুল ও উপহার জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের মাধ্যমে তুলে দেওয়ার ঘটনায় তীব্র...

সম্পর্কিত নিউজ

ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণা গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে: ফখরুল

জুলাই ঘোষণাপত্র ও আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের সময়কে স্বাগত জানিয়ে বিএনপির...

জুলাই ঘোষণাপত্রে শহীদের সংখ্যা নিয়ে তামাশা করা হয়েছে : রাশেদ খাঁন

জুলাই ঘোষণাপত্রে শহীদের সংখ্যা নিয়ে তামাশা করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ...

আধিপত্য বিস্তারে চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

চাঁদের মাটিতে পারমাণবিক চুল্লি স্থাপন করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০৩০ সালের মধ্যেই এটি বাস্তবায়নের...