রাজশাহীতে সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। গত ৪৮ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে মোট ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ১১ জনের ফলাফল পজিটিভ এসেছে। এই আক্রান্তদের মধ্যে চারজন চিকিৎসক রয়েছেন। অধিকাংশ রোগী হালকা জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন।
মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার খন্দকার মো. ফয়সল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে আক্রান্তদের পরিসংখ্যান রাখা হচ্ছে না।
সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ৬০ বছরের বেশি বয়সী এবং ডায়াবেটিসসহ জটিল রোগে ভোগা ব্যক্তিদের উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করানো উচিত। মাইক্রোবায়োলজি বিভাগে এসে নমুনা দিতে হবে, যার জন্য মাস্ক পরে আসতে হবে এবং সরকারি ফি ১০০ টাকা। যেইদিন নমুনা দেওয়া হবে ওইদিন দুপুরের মধ্যেই পরীক্ষার ফলাফল দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, আক্রান্তদের উপসর্গগুলো সাধারণত হালকা জ্বর, সর্দি, কাশি ও গা ব্যথা। তবে কিছু রোগীর শরীর দুর্বল হয়ে পড়ছে এবং সুস্থ হতে সময় লাগছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন করোনা রোগী ভর্তি আছেন, যার শ্বাসকষ্ট রয়েছে। অন্যরা বাড়িতে থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।