বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

রাজশাহীর কোল্ড স্টোরেজে ডাকাতি, গ্রেপ্তার  দুই

সজল মাহমুদ, রাজশাহী
-বিজ্ঞাপণ-spot_img

রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে সিআইডি। 

বুধবার (১৩ আগস্ট) দুপুরে রাজশাহী সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার–এ এ এম হুমায়ুন কবীর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৭ আগস্ট রাতের অন্ধকারে শ্রমিকদের হাত-পা বেঁধে দেশ কোল্ড স্টোরেজ থেকে ৬৬ লাখ টাকার বৈদ্যুতিক যন্ত্রপাতি, তামার তার ও প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুট করে ডাকাতদল। এরপর মামলা হলে, প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি থেকে ডাকাত দলের দুই সদস্য সাজেদুল শেখ ও রুবেলকে আটক করা হয়।

এছাড়া গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

পুলিশ সুপার আরও বলেন,গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সিরাজগঞ্জের বেলকুচির সাদেক ও তার ছেলে হাসান ঢাকায় বসে ৫০ সদস্যের একটি  ডাকাত চক্র পরিচালনা করেন। তাদের দলেরই ১৪ জন রাজশাহীর কোল্ড স্টোরেজে ডাকাতিতে অংশ নেয়।

তিনি আরও জানান, রাজশাহীর অভিযানে অংশ নেওয়া ডাকাত দলের ৮ সদস্য এর আগে নাটোর চিনিকলে ডাকাতির সঙ্গে জড়িত ছিল এবং রংপুর চিনি কলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। 

এই চক্রের অধিকাংশ সদস্য সিরাজগঞ্জের বাসিন্দা, যারা ঢাকায় শ্রমিক হিসেবে কাজ করে। দলের দুজন সারাদেশে ঘুরে সম্ভাব্য ডাকাতির টার্গেট নির্ধারণ করে তথ্য সরবরাহ করে। প্রতিটি অভিযানে ১০-১৫ জন অংশ নেয় এবং প্রত্যেকে ১৫-৩০ হাজার টাকা পারিশ্রমিক পায়।

সিআইডির ভাষ্যমতে, ডাকাতির জন্য তারা নম্বরবিহীন দুটি পিকআপ ভ্যান ব্যবহার করে এবং মোবাইল ফোন ও সিম একবার ব্যবহার করে ফেলে দেয়।

এছাড়া দলের অধিকাংশ সদস্যের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ভেড়ামারায় বিএনপির কমিটিতে স্থান পেলো আ.লীগ-জাসদ, ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও জাসদ থেকে আসা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানোর অভিযোগ উঠেছে।...

কলিজা খুলে ফেলবো, কুমিল্লার ডিসি ও শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে বিএনপি নেতার হুমকি

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম ও জেলা প্রশাসক আমিরুল কায়সারকে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দিয়েছেন কুমিল্লা-১০...

বেরোবিতে অর্ধেক প্রার্থীকে বাদ দিয়ে নিয়োগ বোর্ড

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগে অর্ধেক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য না ডেকেই নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার অভিযোগ...

শিক্ষার্থীদের তোপের মুখে জয়নাল হাজারী কলেজ প্রশাসন, রাজনীতি বন্ধে ঐক্যবদ্ধ শিক্ষক-শিক্ষার্থীরা

ফেনীর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জয়নাল হাজারী কলেজে। রাজনীতি-মুক্ত ক্যাম্পাস হিসেবেই জেলায় কলেজটির ঐতিহ্য রয়েছে। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রভাবমুক্ত ক্যাম্পাসে হঠাৎ-ই ছাত্ররাজনীতি চালুর...

সম্পর্কিত নিউজ

ভেড়ামারায় বিএনপির কমিটিতে স্থান পেলো আ.লীগ-জাসদ, ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ...

কলিজা খুলে ফেলবো, কুমিল্লার ডিসি ও শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে বিএনপি নেতার হুমকি

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম ও জেলা...

বেরোবিতে অর্ধেক প্রার্থীকে বাদ দিয়ে নিয়োগ বোর্ড

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক নিয়োগে অর্ধেক প্রার্থীকে...