বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহীর কোল্ড স্টোরেজে ডাকাতি, গ্রেপ্তার  দুই

সজল মাহমুদ, রাজশাহী
-বিজ্ঞাপণ-spot_img

রাজশাহীর মোহনপুরের দেশ কোল্ড স্টোরেজে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে সিআইডি। 

বুধবার (১৩ আগস্ট) দুপুরে রাজশাহী সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার–এ এ এম হুমায়ুন কবীর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৭ আগস্ট রাতের অন্ধকারে শ্রমিকদের হাত-পা বেঁধে দেশ কোল্ড স্টোরেজ থেকে ৬৬ লাখ টাকার বৈদ্যুতিক যন্ত্রপাতি, তামার তার ও প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুট করে ডাকাতদল। এরপর মামলা হলে, প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি থেকে ডাকাত দলের দুই সদস্য সাজেদুল শেখ ও রুবেলকে আটক করা হয়।

এছাড়া গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

পুলিশ সুপার আরও বলেন,গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সিরাজগঞ্জের বেলকুচির সাদেক ও তার ছেলে হাসান ঢাকায় বসে ৫০ সদস্যের একটি  ডাকাত চক্র পরিচালনা করেন। তাদের দলেরই ১৪ জন রাজশাহীর কোল্ড স্টোরেজে ডাকাতিতে অংশ নেয়।

তিনি আরও জানান, রাজশাহীর অভিযানে অংশ নেওয়া ডাকাত দলের ৮ সদস্য এর আগে নাটোর চিনিকলে ডাকাতির সঙ্গে জড়িত ছিল এবং রংপুর চিনি কলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। 

এই চক্রের অধিকাংশ সদস্য সিরাজগঞ্জের বাসিন্দা, যারা ঢাকায় শ্রমিক হিসেবে কাজ করে। দলের দুজন সারাদেশে ঘুরে সম্ভাব্য ডাকাতির টার্গেট নির্ধারণ করে তথ্য সরবরাহ করে। প্রতিটি অভিযানে ১০-১৫ জন অংশ নেয় এবং প্রত্যেকে ১৫-৩০ হাজার টাকা পারিশ্রমিক পায়।

সিআইডির ভাষ্যমতে, ডাকাতির জন্য তারা নম্বরবিহীন দুটি পিকআপ ভ্যান ব্যবহার করে এবং মোবাইল ফোন ও সিম একবার ব্যবহার করে ফেলে দেয়।

এছাড়া দলের অধিকাংশ সদস্যের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

নতুন বাংলাদেশকে ছাত্রদল পৈতৃক সম্পত্তি মনে করেছে: ইবি শিবির সেক্রেটারি

এস.এম. শাহরীয়ার স্বাধীন, ইবি প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সেক্রেটারি ইউসুব আলী বলেছেন, ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশেকে ছাত্রদল তাদের পৈতৃক সম্পত্তি...

ভারতের স্বার্থে শেখ হাসিনা দেশের সবকিছু উজাড় করে দিয়েছিল: রিজভী

এস এম কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের স্বার্থে শেখ হাসিনা দেশের সবকিছু উজাড় করে দিয়েছিল। দেশের খাল-বিল, নদী-নালা,...

রাবির হল প্রাধ্যক্ষরা ইসলামী ছাত্রী সংস্থা করার জন্য চাপ প্রয়োগ করে: আমানউল্লাহ আমান

রাবি প্রতিনিধিজাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেছেন, 'রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটি ক্যাম্পাস যার রাজনৈতিক সংস্কৃতি অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ আলাদা। এখানে...

কুষ্টিয়ায় ভিডব্লিউবি তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ,চেয়ারম্যান ও সদস্যের স্ত্রীদের নাম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির উপকারভোগীর তালিকা নিয়ে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তালিকায় ইউপি চেয়ারম্যান...

সম্পর্কিত নিউজ

নতুন বাংলাদেশকে ছাত্রদল পৈতৃক সম্পত্তি মনে করেছে: ইবি শিবির সেক্রেটারি

এস.এম. শাহরীয়ার স্বাধীন, ইবি প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সেক্রেটারি ইউসুব আলী...

ভারতের স্বার্থে শেখ হাসিনা দেশের সবকিছু উজাড় করে দিয়েছিল: রিজভী

এস এম কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের স্বার্থে...

রাবির হল প্রাধ্যক্ষরা ইসলামী ছাত্রী সংস্থা করার জন্য চাপ প্রয়োগ করে: আমানউল্লাহ আমান

রাবি প্রতিনিধিজাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেছেন, 'রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটি ক্যাম্পাস...