সজল মাহমুদ, রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর নিচু এলাকায় বন্যা কবলিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণ অনুযায়ী, পদ্মা ও তার শাখা নদীগুলোর পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়া জেলার কিছু অংশ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পানির কারণে নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। বর্ষণ অব্যাহত থাকলে এসব এলাকা যেকোনো সময় পানির নিচে চলে যেতে পারে।
এদিকে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে সতর্ক করা হচ্ছে।