রাজশাহী-নওগাঁ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া একটি মিনি ট্রাক থেকে হেলপারকে কেটে কেটে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে, রাজশাহীর পবা উপজেলার বায়ার মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ড ১১-৬৬০৫ নম্বরের একটি মিনি ট্রাক মালবোঝাই করে রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। বায়ার মোড় অতিক্রমের পর ট্রাকটির ব্রেক ফেল করে এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে গিয়ে ভয়াবহভাবে দুমড়ে-মুচড়ে যায়। হেলপার ট্রাকের ভেতরে আটকে পড়েন।
খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক কাটার ব্যবহার করে ট্রাকের ক্ষতিগ্রস্ত অংশ কেটে হেলপারকে উদ্ধার করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় ট্রাকচালক হালকা আঘাত পেলেও ঘটনাস্থল ত্যাগ করে।
পবা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ”দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি থানায় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।”
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হয়।