১৮ জানুয়ারি, ২০২৫

আগুনে পুড়লো ৫ বাস

১৮ জানুয়ারি, ২০২৫

বিএনপির পুনরায় ডাকা অবরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

জানা গেছে, আরামবাগ, গাবতলী, গুলিস্তান, যাত্রাবাড়ী ও মিরপুরে এ ৫টি বাসে আগুনের ঘটনা ঘটে। শনিবার (১১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজের সামনে আরামবাগ পুলিশ বক্সের সামনে লাল-সবুজ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

এ ছাড়াও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানো হয়েছে।


অন্যদিকে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে রাত ৮টা ৩০ মিনিটের দিকে গাবতলী এক্সপ্রেসের একটি বাসে আগুন দেওয়া হয়। কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তৃতীয় ঘটনাটি ঘটে গাবতলীতে রাত ৯টার দিকে। সেখানে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে সময় নিয়ন্ত্রণ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

চতুর্থটি রাত সাড়ে ৯টায় রাজধানীর যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

পঞ্চমটি কাফরুল থানার বিপরীতে প্রজাপতি পরিবহন গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। 

প্রসঙ্গত, আজ রবিবার ও কাল সোমবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে দেশব্যাপী অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ