লক্ষ্মীপুরের রায়পুরে অফিস খরচের নামে চাঁদা আদায়ের অভিযোগে বিএনপির এক নেতাকে বহিষ্কার করেছে পৌর বিএনপি।
সম্প্রতি চাঁদা তুলতে গিয়ে গণধোলাইয়ের শিকার হন বিএনপির রায়পুর পৌর ১ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির লস্কর।
গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) ‘রায়পুর সিএনজি স্ট্যান্ড শ্রমিক মালিক’ এর ব্যানারে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই ঘটনা অনলাইন সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠার পর মঙ্গলবার রাতে রায়পুর পৌর বিএনপির পক্ষ থেকে হুমায়ুন কবির লস্করকে বহিস্কারের এ সিদ্ধান্ত জানানো হয়।
জানা যায়, সোমবার দুপুরে রায়পুর ওসমান চত্বরের পাশের সিএনজি স্ট্যান্ডে পৌর বিএনপির ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির লস্কর চালক স্থানীয়দের হাতে গণধোলাইয়ের শিকার হন। অভিযোগ ছিল, তিনি নিয়মিত সিএনজি চালকদের কাছ থেকে টাকা দাবি করতেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
এর জেরে পরদিন মঙ্গলবার রাতে রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটনের সম্মতিতে, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ই আলম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হুমায়ূন লস্করকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার জবাব তিন দিনের মধ্যে লিখিতভাবে দিতে হবে।
এদিকে অভিযুক্ত হুমায়ুন কবির লস্কর বলেন লাইনম্যান শাকিল দীর্ঘদিন টোলের টাকা মেরে খায়। তার চাঁদাবাজি থামাতে গেলে সে তার অনুসারী নিয়ে আমার ওপর হামলা করে। ফলে আমার হাত ভেঙে যায়।
রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী বলেন,”রায়পুর পৌরসভায় কোনো ধরনের চাঁদাবাজির ঠাঁই হবে না। বিএনপি সবসময় গণমানুষের জন্য কাজ করে। যারা অপকর্মে লিপ্ত হয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”