রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

রাশিয়ার ওপর এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, দাবি পুতিনের

১৯ জানুয়ারি, ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ণ

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের লড়াইয়ের সমতুল্য বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি দাবি করেছেন যে, এই যুদ্ধ রাশিয়ার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

মস্কোর রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজের সময় এক ভাষণে তিনি এ কথা বলেন। যদিও পুতিনের নির্দেশেই ইউক্রেনে অভিযান চালায় তার দেশের সেনাবাহিনী। 

বিজয় দিবসের ভাষণে পুতিন আরো বলেন, বিশ্ব ‘ইতিহাসে মোড় ঘোরানোর এক সন্ধিক্ষণে’ এসে দাঁড়িয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে ‘প্রকৃত যুদ্ধ’ ঘোষণা করা হয়েছে।

তিনি দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত যেমন নাৎসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, এখন সেভাবেই রাশিয়া তার সার্বভৌমত্ব রক্ষায় লড়াই চালাচ্ছে। রাশিয়া একটা শান্তিপূর্ণ ভবিষ্যৎ চায়। ঘৃণা ও রাশিয়া ভীতির বীজ বপনের জন্য তিনি পশ্চিমা দেশগুলোকে দায়ী করেন। পশ্চিমারা এমনকি পারিবারিক মূল্যবোধও ধ্বংস করে দিচ্ছে বলে জানান পুতিন।

রাশিয়া ৯ মে বিজয় দিবস পালন করে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের স্মরণে। পুতিন ইউক্রেনের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে নাৎসিদের সঙ্গে তুলনা করে বলেন, পশ্চিমারা ভুলে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের কারা পরাজিত করেছিল। তিনি বলেন, রাশিয়ার প্রত্যেকটি মানুষ ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়া সৈন্যদের সমর্থনে ঐক্যবদ্ধ।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ