যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা দেওয়া নিয়ে অনেকটাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় টানা হামলা চালানোর পর ইসরাইলের কাছে নতুন করে অস্ত্র সহায়তার আবেদন জানায় ইউক্রেন। এরপরই ইসরাইলের প্রতি হুঁশিয়ারি বার্তা দেয় রুশ প্রশাসন।
তবে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গাঞ্জ বলেছেন, ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করবে না ইসরাইল।
বুধবার(১৯ অক্টোবর) ইউরোপীয়ান দূতদের সঙ্গে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইসরাইল ইউক্রেনের পাশে আছে। ইসরাইল ইউক্রেন, ন্যাটো এবং পশ্চিমাদের সমর্থন করে। খবর দ্যা গার্ডিয়ান।
ইসরাইল প্রতিরক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন দিক বিবেচনা করে ইসরাইল ইউক্রেনে অস্ত্র সরবরাহ করবে না। আমাদের সীমাবদ্ধতার মধ্যে আমরা ইউক্রেনকে সহায়তা করে যাব,যেমনটি অতীতে আমরা করেছি।
তিনি বলেন, ইরান যে রাশিয়াকে অস্ত্র দিয়েছে সে বিষয়টির ওপর তারা নজর রাখছেন।
ইউক্রেনে রাশিয়া হামলা করার পর দেশটিতে মানবিক সহায়তা পাঠিয়েছে ইসরাইল।
সিরিয়ায় ইসরাইলের ‘অভিযান’ চলমান রাখতে রাশিয়ার সহায়তা প্রয়োজন। তাই স্বভাবতই রাশিয়াকে ক্ষুব্ধ করতে চায় না ইসরাইল। সহায়তা হারানোর আশঙ্কা থেকে ইউক্রেনকে কোনো ধরনের সামরিক সহায়তা দেয়নি দেশটি।
তবে ইহুদিবাদী ইসরাইল ইউক্রেনকে ইরানের ড্রোন সম্পর্কে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা শুরু করেছে।
বুধবার ইসরাইলি গণমাধ্যম ডেইলি হারেজের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনকে আকাশ হামলা থেকে বাঁচতে ‘জীবনরক্ষাকারী আগাম সতকর্তা ব্যবস্থা’ তৈরি করতে প্রস্তাব দিয়েছে ইসরাইল।