সোমবার, ২৬ মে, ২০২৫

রিয়ালকে হারিয়ে কোপা দেলরে’র শিরোপা বার্সার

স্পোর্টস ডেস্ক
-বিজ্ঞাপণ-spot_img

পাঁচ গোলের রোমাঞ্চকর এক ম্যাচে রিয়াল মাদ্রিদকে কাঁদিয়ে কোপা দেলরে’র শিরোপা নিজেদের করে নিয়েছে বার্সেলোনা। নির্ধারিত সময়ের শেষ, এরপর অতিরিক্ত সময়েরও শেষদিকে গোল করে ব্যবধান গড়ে দেন বার্সার ডিফেন্ডার জুলস কুন্দে।

লুকা মদ্রিচের বাড়ানো পাস তুলে নিয়েই দেখিয়ে দেন নিজের পায়ের জাঁদু, নিচু শটে জাল খুঁজে নিতে আর বেগ পোহাতে হয়নি। শেষ সময়ের গোল আর ফিরিয়ে দিতে পারেনি রিয়াল মাদ্রিদ। এতেই ৩-২ ব্যবধানে হারিয়ে কোপা দেলরে’র শিরোপা জেতে হান্সি ফ্লিকের বার্সেলোনা।

বাংলাদেশ সময় রোববার ভোরে সেভিয়ার এস্তাদিও দে লা কার্তুইয়ায় পাঁচ গোলের রোমাঞ্চকর ফাইনালে জয় পায় কাতালানরা। প্রথমার্ধে পেদ্রির গোলে এগিয়ে যায় বার্সা, তবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে এমবাপে ও চুয়ামেনির গোলে পাল্টা লিড নেয় রিয়াল। শেষ দিকে সমতা গড়ে দেন ফেরান তরেস , এরপর অতিরিক্ত সময়ে কুন্দের গোলে শিরোপা নিশ্চিত হয়।

২০১৩-১৪ মৌসুমের পর এই প্রথম কোপা দেলরের ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সা-রিয়াল। শিরোপা জয়ী হিসেবে বার্সা এই নিয়ে বার্সা ৩২তম বার হাসলো। ম্যাচ শুরুর আগে থেকেই রেফারিং নিয়ে উত্তেজনা ছিল। মাঠের খেলাতেও দুই দল দুর্দান্ত ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে বার্সেলোনা দাপট দেখায়, বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি।

রিয়াল প্রথমার্ধে ছিল বেশ নিষ্প্রভ। তবে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড়দের নামিয়ে গতি পায় কার্লো আনচেলত্তির দল। এমবাপে ও ভিনিসিয়ুসের আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে পড়ে বার্সা রক্ষণভাগ।৭০তম মিনিটে ফ্রি কিক থেকে এমবাপে সমতায় ফেরান এবং কিছুক্ষণের মধ্যেই চুয়ামেনি হেডে রিয়ালকে এগিয়ে দেন। তবে ৮৩তম মিনিটে গোলরক্ষক কর্তোয়া ও রুডিগারের ভুলে গোল করে বার্সাকে আনেন ফেরান তরেস।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে উত্তাপ সৃষ্টি হলেও ভিএআরের সিদ্ধান্তে তা বাতিল হয়।অতিরিক্ত সময়ে বার্সা নিয়ন্ত্রণ ধরে রাখে। শেষদিকে কুন্দের গোলে জয় নিশ্চিত হয় ফ্লিকের শিষ্যদের। এরপর রিয়াল একটি পেনাল্টির আবেদন পেলেও অফসাইডের কারণে বাতিল হয়।

উত্তেজনার চরমে গিয়ে রিয়ালের দুই বদলি খেলোয়াড় রুডিগার ও লুকাস ভাজকেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

এই নিয়ে চলতি মৌসুমে তিনটি এল ক্লাসিকোতেই রিয়ালকে হারাল বার্সেলোনা—লা লিগায় ৪-০, স্প্যানিশ সুপার কাপে ৫-২ এবং এবার কোপা দেলরে’র ফাইনালে ৩-২ ব্যবধানে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে না: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, 'আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন।’ রোববার (২৫ মে) রাতে...

আইপিএলে গিয়ে ইনজুরি, পাকিস্তান সিরিজে নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৩ ম্যাচের জন্যই গিয়েছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। ৩ ম্যাচে প্রাপ্তি ৪ উইকেট। আরব আমিরাতে সিরিজে ভরাডুবির পর মুস্তাফিজের এমন ফর্ম...

কুষ্টিয়া-৩ আসনে মুফতি আমির হামজাকে এমপি প্রার্থী ঘোষণা জামায়াতের

মোঃ সাজ্জাদ হোসেনকুষ্টিয়া প্রতিনিধি আজ ২৫ মে ২০২৫, কুষ্টিয়ার হাজী শরিয়তউল্লাহ এতিমখানা অডিটোরিয়ামে বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক গুরুত্বপূর্ণ সম্মেলনে কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি...

সৌদিতে ঈদের চাঁদ অনুসন্ধানের তারিখ ঘোষণা

আগামী ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাস ও ঈদুল আজহার চাঁদ অনুসন্ধানের আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। আরবি বর্ষপঞ্জিকার শেষ জিলহজ। এই মাসেরই ৮...

সম্পর্কিত নিউজ

আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে না: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, 'আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে...

আইপিএলে গিয়ে ইনজুরি, পাকিস্তান সিরিজে নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৩ ম্যাচের জন্যই গিয়েছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। ৩ ম্যাচে প্রাপ্তি...

কুষ্টিয়া-৩ আসনে মুফতি আমির হামজাকে এমপি প্রার্থী ঘোষণা জামায়াতের

মোঃ সাজ্জাদ হোসেনকুষ্টিয়া প্রতিনিধি আজ ২৫ মে ২০২৫, কুষ্টিয়ার হাজী শরিয়তউল্লাহ এতিমখানা অডিটোরিয়ামে বিকেল ৪টায়...