31 C
Dhaka
Friday, September 20, 2024

রুট-টু-মক্কা: বাংলাদেশি হজযাত্রীদের সফর সহজে সমঝোতা স্মারক সই

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রশিক্ষণ ও তথ্য বিনিময়ের লক্ষ্যে সৌদি আরবের সঙ্গে ‘রুট-টু-মক্কা ’ সমঝোতা স্মারক সই হয়েছে।

এতে বাংলাদেশি হজযাত্রীদের হজ ও ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়া সহজ হবে বলে জানান তিনি।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরবের সফররত স্বরাষ্ট্রমন্ত্রী নাসের বিন আবদুল আজিজ আল দাউদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ‘নিরাপত্তা সহযোগিতা’ এবং ‘রুট-টু-মক্কা’ -শিরোনামের দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নিরাপত্তা সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সফর বিনিময়।

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে বাংলাদেশিদের হজ পালনের জন্য সৌদি আরবে যেতে অভিবাসন প্রক্রিয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হতো। তবে এখন থেকে ‘রুট-টু-মক্কা ‘ এমওইউ-এর সুবাদে ঢাকায় বাংলাদেশিদের হজে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।

বৈঠকে আলোচিত রোহিঙ্গা ইস্যু সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় তিন লাখ রোহিঙ্গা সৌদি আরবে অবস্থান করছে। তাদের অনেকেরই বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। সৌদি সরকার তাদের পাসপোর্ট নবায়নের দাবি জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাদের বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছি। পাশাপাশি, আমরা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সৌদি সরকারের সহযোগিতা চেয়েছি।’

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...