মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সংঘর্ষ, গুলি-ককটেল নিক্ষেপ

-বিজ্ঞাপণ-spot_img

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে পাল্টাপাল্টি গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আলোচিত অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গোলাকান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ চলে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের সূত্রপাত হয় স্বেচ্ছাসেবক দলের একটি মিছিলকে কেন্দ্র করে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল ভুলতা স্কুল অ্যান্ড কলেজ থেকে গোলাকান্দাইলের দিকে যাচ্ছিল। মিছিলটি সেলিম প্রধানের বাড়ির সামনে পৌঁছালে ছাদ থেকে গুলি চালানো ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ করেন রফিকুল ইসলাম। এতে অন্তত ২০ জন আহত হন।

অন্যদিকে, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমানের দাবি, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সেলিম প্রধানের বাড়ি দখল করতে আসে। এ সময় ছাত্রদলের কর্মীরা বাড়ির ছাদ থেকে প্রতিরোধ গড়ে তোলে। পরে দুই পক্ষের মধ্যে গুলি ও ককটেল নিক্ষেপ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা সেলিম প্রধানের বাড়ির সামনে থাকা কয়েকটি মোটরসাইকেল ও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছাত্রদল কর্মী রাফি আহমেদ ও রাজু ভূঁইয়া গুলিবিদ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন আহত ব্যক্তি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংঘর্ষে অন্তত ১০টি মোটরসাইকেল, একটি গাড়ি ও একটি টিনশেড ঘর পুড়িয়ে দেওয়া হয়।

নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম জানান, সেলিম প্রধান ও মজিবুর ভূঁইয়ার মধ্যে একটি আড়ৎ নিয়ে বিরোধ ছিল। সংঘর্ষের মূল কারণ সেটিই হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংঘর্ষে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়েছে।

ঘটনাস্থল থেকে অন্তত ১০টি গুলির খোসা ও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলেও জানান মেহেদী ইসলাম। তবে বিকেল ৫টা পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ মামলা দায়ের করেনি।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

শিক্ষার্থীরা আস্থা রাখলে ডাকসু ভিপি পদে প্রার্থী হবো: ছাত্রদল নেতা মুমিনুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসান। তিনি...

ভাবির সঙ্গে স্বামীর পরকীয়া ফাঁসের পর ৫ সন্তান নিয়ে অসহায় ভাই-বোন, স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

আপন ভাই-বোন নারগিস ও জাইদুল। স্বামীর করা মামলায় পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী নারগিস। তার ভাই জাইদুল ও বাবা তরিকুল ১৫ দিন জেল খেটেছেন। স্বামী মমিন...

মুরাদনগরে ট্রিপল মার্ডার; উপদেষ্টার পরিবারকে মিথ্যা অপবাদে জাড়ানোর প্রতিবাদে নারীসমাজের মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরের উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদক সংশ্লিষ্টাতার অভিযোগে গণপিটুনি দিয়ে একই পরিবারের মা, ছেলে ও মেয়েকে হত্যার ঘটনায় মামলা ও গ্রেপ্তার আতংর্কে প্রায়...

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো হত্যাযজ্ঞের মধ্যেই এবার রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বর মাসেই এই স্বীকৃতি দেবে দেশটি।অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি...

সম্পর্কিত নিউজ

শিক্ষার্থীরা আস্থা রাখলে ডাকসু ভিপি পদে প্রার্থী হবো: ছাত্রদল নেতা মুমিনুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ...

ভাবির সঙ্গে স্বামীর পরকীয়া ফাঁসের পর ৫ সন্তান নিয়ে অসহায় ভাই-বোন, স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

আপন ভাই-বোন নারগিস ও জাইদুল। স্বামীর করা মামলায় পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী নারগিস। তার ভাই...

মুরাদনগরে ট্রিপল মার্ডার; উপদেষ্টার পরিবারকে মিথ্যা অপবাদে জাড়ানোর প্রতিবাদে নারীসমাজের মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরের উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদক সংশ্লিষ্টাতার অভিযোগে গণপিটুনি দিয়ে একই পরিবারের মা,...