মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

রেমিট্যান্সে সুবাতাস, ভাঙতে পারে অতীত রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে এসেছে ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২০ হাজার ২০৪ কোটি ৪২ লাখ টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৪ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, মার্চের প্রথম ১৫ দিনে দেশে এসেছে ১৬৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত ফেব্রুয়ারি ও জানুয়ারির একই সময়ে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ১৩১ কোটি ২২ লাখ ডলার ও ১০০ কোটি ৫০ লাখ ডলার। এ হিসাবে মার্চে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে সামনে রেখে দেশে স্বজনদের কাছে বিপুল পরিমাণে অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। এতে বাড়ছে প্রবাসী আয়ের প্রবাহ। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দেশে আসতে পারে।

মার্চের প্রথম ১৫ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ১১ লাখ ৪০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ২ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১১৫ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, মার্চের ৯ থেকে ১৫ তারিখ প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮৪ কোটি ১৮ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। ২ থেকে ৮ মার্চ দেশে এসেছে ৭৮ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স। আর ১ মার্চ রেমিট্যান্স এসেছে ৩ কোটি ৮০ হাজার ডলার।

এদিকে, গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার ও ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার।

আর সদ্য বিদায়ী ২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। এর মধ্যে গত বছরের জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ, জুলাইতে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮ হাজার, নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ও ডিসেম্বরে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

রাজাকার স্লোগানে ঢাবি কাঁপালেন উপদেষ্টা আসিফ মাহমুদ 

ঢাবি প্রতিনিধি ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল রাজাকার স্লোগান। ১৪ জুলাইয়ের সেই ঐতিহাসিক রাজাকার স্লোগানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজাকার স্লোগান দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী...

পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি বন্ধ করে ফেনীতে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে: মঞ্জু

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি এবং সঠিকভাবে মেরামতকাজ না করায় একই স্থানে বারবার বেড়িবাঁধ ভাঙছে।...

যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে শুল্কহার ‘শূন্য’ করতে চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে যৌক্তিক শুল্ক হিসেবে ‘শূন্য’ শুল্ক নির্ধারণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।সোমবার (১৪ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মার্কিন...

ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে শাকিব খান, ভক্তদের কৌতূহলে জল্পনা হলিউড যাত্রা নিয়ে

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান আবারও দেশ ছেড়েছেন। তবে এবার শুধু ভ্রমণ নয়, তার এই সফর ঘিরে রয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রায় ১৪ হাজার...

সম্পর্কিত নিউজ

রাজাকার স্লোগানে ঢাবি কাঁপালেন উপদেষ্টা আসিফ মাহমুদ 

ঢাবি প্রতিনিধি ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল রাজাকার স্লোগান। ১৪ জুলাইয়ের সেই ঐতিহাসিক...

পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি বন্ধ করে ফেনীতে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে: মঞ্জু

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি...

যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে শুল্কহার ‘শূন্য’ করতে চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে যৌক্তিক শুল্ক হিসেবে ‘শূন্য’ শুল্ক নির্ধারণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন...