রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

রেলের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা রাব্বানির শ্বশুর!

-বিজ্ঞাপণ-spot_img

রেলওয়ের ট্রেনচালকসহ রানিং স্টাফদের কর্মবিরতি আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির শ্বশুর এবিএম শফিকুল আলম। তিনি বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান আওয়ামী লীগ ঘনিষ্ঠ বলেই পরিচিত। তাদের নির্দেশেই গত সোমবার মধ্যরাত থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

রানিং স্টাফ বলতে বোঝায় ট্রেন পরিচালনায় যুক্ত পরিচালক (গার্ড), লোকোমাস্টার (চালক), সহকারী চালক এবং টিকিট পরিদর্শক (টিটিই)। রেলওয়ের এ ধরনের কর্মীর সংখ্যা প্রায় দুই হাজার। ব্রিটিশ আমল থেকে চলে আসা বিশেষ সুবিধাগুলো পুনর্বহালের দাবিতে তারা কর্মবিরতিতে নেমেছেন। এর আগে ২০২২ সালের ১৩ এপ্রিল একই দাবিতে তারা আন্দোলন করেছিলেন। তখন রেল কর্তৃপক্ষের আশ্বাসে কর্মসূচি স্থগিত হলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় ফের কর্মসূচি শুরু করেছেন তারা।

রেল কর্তৃপক্ষ ও অর্থ মন্ত্রণালয় দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও রানিং স্টাফরা আন্দোলন প্রত্যাহার করছেন না। এ নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এবিএম শফিকুল আলম, যিনি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির শ্বশুর। ২০২৪ সালের ১৬ জানুয়ারি শফিকুল আলম নিজের ফেসবুকে লিখেছিলেন, “আমার ছোট বোনের মেয়ে ডা. ইসরাত বারী তৃণার স্বামী গোলাম রাব্বানী আমাদের বাসায়। রাতের কিছু ছবি।”

এ ছাড়া, তিনি আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট নানা কার্যক্রমেও অংশ নিয়েছেন। ২০২১ সালের ২৪ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালানোর ছবি তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন।

রেলপথ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা (নাম প্রকাশ না করার শর্তে) বলেন, “অর্থ মন্ত্রণালয় রানিং স্টাফদের অনেক দাবিই মেনে নিয়েছে। তবে অন্য কোনো সরকারি কর্মচারী এসব সুবিধা পান না। তাই তাদের জন্য আলাদা সুবিধা রাখা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের সময়ে এমন আন্দোলন নিয়ে প্রশ্ন তোলা যায়। এটি জনদুর্ভোগ বাড়াচ্ছে।”

রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান দাবি করেন, “গত ১৭ বছর ধরে আমরা মাইলেজসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছি। এই সরকারের আমলেও দাবি আদায়ের জন্য তিনবার সময় বেঁধে দিয়েছি। কিন্তু দাবি মানা হচ্ছে না।”

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ডাকসু জরিপের ফল প্রকাশ, এগিয়ে স্বতন্ত্র প্রার্থীরা

ঢাবি প্রতিনিধিআসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে নিয়ে পরিচালিত জরিপের ফল প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। জরিপে সর্বোচ্চ ৩৮.৮৫ শতাংশ...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাড়াকৃত ত্রুটিপূর্ণ ডাবল ডেকার সংযোজন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে শিক্ষার্থীদের জন্য নতুন করে যুক্ত হয়েছে চারটি ভাড়াকৃত ডাবল ডেকার বাস। তবে এসব বাস ত্রুটিপূর্ণ হওয়ার অভিযোগ এসেছে। এ...

তেজগাঁওয়ে আবারও নিষিদ্ধ সংগঠন  ছাত্রলীগের  মিছিল

রাজধানীর তেজগাঁওয়ে দুইদিনের ব্যবধানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি গ্রুপ আবারও মিছিল করেছে।মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে তারা এই মিছিল করে।জানা গেছে, মিছিলটি দুপুর...

স্বাধীনতা বিরোধীরা একটি পোস্টেও জিততে পারবে না: মেঘমল্লার 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বামপন্থী 'প্রতিরোধ পর্ষদ' প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু বলেছেন, ডাকসু নির্বাচনে ভোটের যে সমীকরণ করা...

সম্পর্কিত নিউজ

ডাকসু জরিপের ফল প্রকাশ, এগিয়ে স্বতন্ত্র প্রার্থীরা

ঢাবি প্রতিনিধিআসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে নিয়ে পরিচালিত জরিপের ফল...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাড়াকৃত ত্রুটিপূর্ণ ডাবল ডেকার সংযোজন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে শিক্ষার্থীদের জন্য নতুন করে যুক্ত হয়েছে চারটি ভাড়াকৃত ডাবল...

তেজগাঁওয়ে আবারও নিষিদ্ধ সংগঠন  ছাত্রলীগের  মিছিল

রাজধানীর তেজগাঁওয়ে দুইদিনের ব্যবধানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি গ্রুপ আবারও মিছিল করেছে।মঙ্গলবার (৭...