ববি প্রতিনিধি: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির ও তার সহযোগীদের মারধরের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ শিক্ষার্থী সহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, গত ৭ জানুয়ারি (রোববার) দুপুরে নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন হুমাহুম রেস্টুরেন্টে মারধরের ঘটনাটি ঘটে। ১০ জানুয়ারি ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তানজিদ মঞ্জু, সাইমুন হোসন, শাহারিয়ার শাকিল। হিসাব বিজ্ঞান বিভাগের ইব্রাহিম খান শাওন, শরিফুল ইসলাম, একে আরাফাত। বাংলা বিভাগের রাকিবুল হাসান, তুষার রহমান, রাকিব হোসেন, পলাশ দাস। ইতিহাস ও সভ্যতা বিভাগের ফারদিন খান। রসায়ন বিভাগের নাহিদ রাফিন ও নজরুল রিফাত। এছাড়া মামলার অন্যান্য আসামীরা হলেন- বরিশাল সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের বাসিন্দা ফেরদৌস, ২৬নং ওয়ার্ডের বাসিন্দা হান্নান বাপ্পী, মামুন ফরাজী ও শরিফুল ইসলাম। মামলায় আরও ১০ জন অজ্ঞাত আসামি রয়েছেন।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি হুমায়ুন কবির ও তার সহযোগীদের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের বাকবিতন্ডার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে
হুমায়ুন কবির ও তার সহযোগীদের হামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান, ইংরেজি বিভাগের তানজিদ মঞ্জু, রসায়ন বিভাগের নাহিদ রাফিন। হিসাববিজ্ঞান বিভাগের শরিফুল ইসলাম। ইতিহাস ও সভ্যতা বিভাগের ফারদিন খান এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হৃদয় হোসেন সহ মোট ৬ শিক্ষার্থী আহত হন।