কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়েছে সৌদি আরব। পরের ম্যাচে পোল্যান্ডের কাছে হারলেও, মুগ্ধ করেছে তাদের আক্রমণাত্মক ফুটবল। তবে আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ে সৌদি যুবরাজ দেশটির ফুটবলারদের রোলস রয়েস গাড়ি উপহারের খবরের নিচে চাপা পড়েছে তাদের মাঠের পারফরম্যান্সের খবরাখবর।
কিন্তু যুবরাজের তরফে এমন উপহারের খবরকে মিথ্যা দাবি করেছেন সৌদি জাতীয় দলের কোচ হারভি রেনাল্ড। খবর নিউইয়র্ক পোস্ট ও এনডিটিভির।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলসহ বিভিন্ন পত্রপত্রিকার খবরে বলা হয়, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ জাতীয় দলের প্রতিটি খেলোয়াড়কে রোলস-রয়েস ফ্যান্টম দিয়ে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, কাতার থেকে সৌদিতে ফিরলেই দলের প্রতিটি ফুটবলারকে একটি করে রোলস রয়েস ফ্যান্টম উপহার দেবেন সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। বাংলাদেশি মুদ্রায় এই গাড়ির দাম ১৭ কোটি থেকে ২০ কোটি টাকা পর্যন্ত হতে পারে।
প্রকৃতপক্ষে এ সংবাদটি নির্জলা মিথ্যা বলে জানিয়েছেন সৌদি ফুটবলার থেকে শুরু করে কোচও।
উল্লেখ্য, গত মঙ্গলবারের ম্যাচে পিছিয়ে থেকেও দারুণ কামব্যাকে আর্জেন্টিনাকে হারের তিক্ত স্বাদ উপহার দেয় সৌদি আরব। এটি ১৯৯৪ সালের পর বিশ্বকাপে এশিয়ান দেশটির প্রথম জয়।
পঞ্চমবার বিশ্বকাপে অংশগ্রহণ করা সৌদি এর আগে মোট দুটি ম্যাচ জিতেছিল ফুটবলের সর্বোচ্চ মঞ্চে। সেই দুটি ম্যাচই ছিল ১৯৯৪ সালে। সেবার প্রিকোয়ার্টার খেলেছিল তারা।