দরিদ্র ও কর্মহীন নারীদের সাবলম্বীকরণের লক্ষ্যে লক্ষীপুর ৫০টি সেলাই মেশিন বিতরণ করেছে সরকার নিবন্ধিত মানবসেবামূলক প্রতিষ্ঠান হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।
শুক্রবার লক্ষীপুর সদর উপজেলার চকবাজার জামে মসজিদে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
সেবামূলক এই সংস্থাটি দীর্ঘদিন ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নানাবিধ সহযোগিতা প্রদান করে আসছে। এর অন্তর্ভুক্ত রয়েছে খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা, শিক্ষামূলক উদ্যোগ এবং স্বাবলম্বীকরণ প্রকল্প।
দেশীয় কার্যক্রমের পাশাপাশি সংস্থাটি আন্তর্জাতিক পরিসরেও সুনাম কুড়িয়েছে।
দীর্ঘদিন ধরে তারা ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে নিজস্ব ফিলিস্তিনি টিমের মাধ্যমে অসহায় মানুষের জন্য খাদ্য, পানি, চিকিৎসা ও জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে। এসব মানবিক কর্মকাণ্ডে দেশের শীর্ষস্থানীয় প্রখ্যাত আলেমরা সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং পরামর্শ দিয়ে আসছেন।
সংস্থাটির মুখ্য দায়িত্বে আছেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর মহাসচিব মুফতি মাহফুজুল হক হাফিঃ।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মহাপরিচালক মুহাম্মদ রাজ, সহ-সভাপতি আবু ইউসূফ ফরহাদ, পরিচালক মুহাম্মদ তানবিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা মাহমুদ এবং প্রচার সম্পাদক বাইজিদ হাসান।
এই সেলাই মেশিন বিতরণ কর্মসূচি স্থানীয় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রতিটি প্রান্তে মানবতার সেবা পৌঁছে দেওয়ার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।