আদিফ, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রলীগ কর্মী ফারদিন হাসান ও জুনাইদ হোসেন নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
কয়েকজন শিক্ষার্থী বলছে, ওই দুই ছাত্রলীগ কর্মী লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রিয়র অনুসারী।
বুধবার(২০ আগস্ট) দুপুরে কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ছাত্রলীগ কর্মী ফারদিন হাসান ও জুনাইদ হোসেন একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী আবদুল মান্নানকে মারধর করে। এরপর সাধারন শিক্ষার্থীরা তাদের দুইজনকে ধাওয়া করলে পালিয়ে যায় তারা। বুধবার ফারদিন হাসান ও জুনাইদ হোসেন কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়। এ খবর পেয়ে মান্নানের সহপাঠীরা গণধোলাই দিয়ে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করে।
সদর থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, সাধারন শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। আটক দুইজনেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।