সিরাজগঞ্জের বেলকুচিতে ১১ বছর আগে ১৮ দলীয় জোটের মিছিলে হামলার ঘটনায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার রাতে বেলকুচি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবদুল হালিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এ মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসকে ১ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বেলকুচি পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগ নেতা সাজ্জাদুল হক, বেলকুচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোলায়মান হোসেনসহ আরও ৫৬ জন আওয়ামী লীগ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি অজ্ঞাতনামা আসামি হিসেবে আরও ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন সোমবার (৬ জানুয়ারি) জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের মুকন্দগাতী এলাকা থেকে ১৮ দলীয় জোটের একটি মিছিল সোনালী ব্যাংকের সামনের সড়কে পৌঁছালে হঠাৎ আসামিরা হামলা চালায়। হামলার সঙ্গে সঙ্গে বোমার বিস্ফোরণ ঘটে, যার ফলে জোটের তিন নেতা-কর্মী আহত হন। ওই সময় মামলার পরিবেশ অনুকূল না থাকায়, ১১ বছর পর এখন মামলাটি দায়ের করা হয়েছে।
এছাড়া উল্লেখযোগ্য যে, গত ৪ আগস্ট এনায়েতপুর থানায় পুলিশের ১৫ সদস্য হত্যার ঘটনায় একটি মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।