উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি লন্ডনের ‘লন্ডন ক্লিনিক’ হাসপাতালে ভর্তি হবেন। তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া আগামীকাল রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে রওনা দেবেন। এই বিমানটি ঢাকা-দোহা এবং দোহা-লন্ডন রুটে চলবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার খবর পাওয়ার পর তার জন্য রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন।
এই বিশেষ বিমানটি আজ সন্ধ্যা সাড়ে সাতটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে, এবং এতে খালেদা জিয়ার চিকিৎসক দলের ছয় সদস্যসহ কাতারের চারজন চিকিৎসক ও প্যারামেডিকসরা থাকবেন। খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার ছোট ছেলে সৈয়দা শর্মিল রহমান, বিএনপির উপদেষ্টা এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং তার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা এবং অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছেন। তার চিকিৎসক জানান, লন্ডনে তিনি সম্পূর্ণ শারীরিক পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করবেন।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থার উন্নতির জন্য আমরা সকলের দোয়া প্রার্থনা করি। গত কয়েক মাসে যারা তার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’
খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি জানান, যদি লন্ডনে চিকিৎসকরা মনে করেন যে খালেদা জিয়ার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন, তবে তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালেও পাঠানো হতে পারে।
এছাড়া, খালেদা জিয়া ওমরাহ পালন করতে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার ওপর নির্ভর করে। সুস্থ থাকলে তিনি ইনশাআল্লাহ এটা করবেন, তবে এখনও কিছু নির্ধারণ করা হয়নি।’
এদিকে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অসন্তোষ বা অভিযোগ নেই বলেও জানান তার চিকিৎসক।