বিখ্যাত লাইলাতুল নির্বাচনের সরকারি কর্মকর্তারা যারা দায়িত্বে ছিলেন তাদের সবাইকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির।
শনিবার (৫ জুলাই) বেলা ১২টার দিকে জেলা প্রশাসনের হল রুমে সরকারি কর্মকর্তা ও অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা সেই নির্বাচনে কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীতে ছিলেন তাদের সবাইকে অপসারণ করা হয়েছে। সভায় সাবেক সিইসি নুরুল হুদা ও কর্মকর্তাদের পরিণতির কথা মনে করিয়ে দিয়ে এবারের নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের সতর্ক করিয়ে দেন তিনি। এবারের নির্বাচন ভিন্ন হবে। তাই কে জয়ী হবে আর কে জয়ী হবে না তার নির্ধারণের ভুল ধারণা থেকে বের হয়ে আসতে বলেন তিনি।
জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দিনের সফর শেষে বিকেলে রাজধানীর উদ্দেশে রওনা হবেন এই উপদেষ্টা।