নাটোরের লালপুরে দিনদুপুরে মোশাররফ হোসেন (১৭) নামে চালকের ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার গোপালপুর তোফাকাটা মোড় এলাকায় এঘটনা ঘটে।
ভুক্তভোগী মোশাররফ হোসেন রাজশাহীর বাঘা উপজেলার বলরামপুর গ্রামের আরমানের ছেলে।
ভুক্তভোগী মোশাররফ হোসেন জানান, তিনি উপজেলার বিলমাড়িয়া থেকে অজ্ঞাত দুই যাত্রীকে রিজার্ভ নিয়ে ওয়ালিয়ার দিকে যাচ্ছিলেন। পথে তোফাকাটা এলাকায় পৌঁছালে তাকে আমের জুসের মধ্যে চেতনানাশক দ্রব্য খাইয়ে অচেতন করে রাস্তায় ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।