লালমাই প্রতিনিধি:
কুমিল্লা সদর দক্ষিণের লালমাই উচ্চ বিদ্যালয়ে আজ বুধবার (৬ আগস্ট) এসএসসি- ২০২৫ ব্যাচের কৃতকার্য শিক্ষার্থীদেরকে সংবর্ধনা জানানো হয়েছে।
এতে সার্বিক সহযোগিতা করেছেন “ফেস দ্যা পিপল” এর সম্পাদক জনাব সাইফুর রহমান সাগর। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক দিক নিয়ে আলোচনা করেন সভাপতি ও প্রধান শিক্ষক সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া। এছাড়াও আরো ছিলেন জনাব রায়হান, জনাব হেনা আলাউদ্দিন, জনাব আলহাজ্ব ফারুক আহমেদ, জনাব মোঃ দুলাল ইসলাম, জনাব আলহাজ্ব নাসির উদ্দিন, বিদ্যালয়ের সভাপতি শাহ আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলামসহ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এবারের এসএসসি পরীক্ষায় উক্ত বিদ্যালয়ের চারজন জিপি-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ২০ হাজার করে প্রাইজমানি উপহার দেন “ফেস দ্যা পিপল” এর পরিচালক জনাব সাইফুর রহমান সাগর। ছাড়াও অন্যান্য শিক্ষার্থীদের মাঝে তিনি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করেন।