পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে একটি ভারতীয় স্পাই ড্রোন ভূপাতিত করার দাবি করা হয়েছে। লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে ড্রোনটি ভূপাতিত করা হয়।
পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে।
সামা টিভির প্রতিবেদনে বলা হয়, লাহোর শহরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ভারতীয় স্পাই বা নজরদারি ড্রোন ভূপাতিত হয়েছে। এর আগে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় এই শহরে একটি অজ্ঞাত বিস্ফোরণের খবর পাওয়া যায়।
ড্রোনটির আকার পাঁচ থেকে ছয় ফুট হবে বলে জানিয়েছে পুলিশ। এটি সীমান্তের ওপার ভারতের ভেতর থেকে পরিচালনা করা হচ্ছিল। শহরের সংবেদনশীল স্থাপনাগুলোর দিকে নজরদারির চেষ্টা করছিল ড্রোনটি। এটি বিস্ফোরকবোঝাই ছিল বলেও জানিয়েছে পুলিশ।
এর আগে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।
মঙ্গলবার দিবাগত রাতে দেশটির অন্তত ৬টি স্থানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো এই হামলায় নিহতের সংখ্যা ৩১ জন। আহত অর্ধশতাধিক মানুষ।
ভারতীয় সেনাবাহিনীর দাবি, তারা এসব হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই-তায়েবা (এলইটি) ও জইশ-ই-মোহাম্মদের (জেইএম) প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে।
দেশটির পাঞ্জাবের ভাওয়ালপুরে জেইএমের ঘাঁটি এবং একই প্রদেশের মুরিদকে শহরে এলইটির আস্তানাসহ নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।
ভারতের হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ‘ভারতের “কাপুরুষোচিত” হামলার জবাব দেওয়া হয়েছে।
পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার মাধ্যমে হামলার জবাব দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী।’
পাকিস্তানের ওপর হামলা চালিয়ে ভারত ‘ভুল করেছে’ এবং এর জন্য ‘তাদের মূল্য দিতে হবে’ বলেও হুঁশিয়ারি জারি করেন তিনি।