বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেছেন, যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ওয়াসিম জীবন দিয়েছেন, সেই বৈষম্য এখনও সমাজ ব্যবস্থায় রয়ে গেছে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় কক্সবাজারের পেকুয়াতে জুলাই বিপ্লবে শহীদ ছাত্রদল নেতাকর্মী ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, শহীদ ওয়াসিমকে ভিন্ন চোখে দেখার পেছনে গুপ্ত সংগঠনের তৎপরতা থাকতে পারে।
উল্লেখ্য, চব্বিশের বিপ্লবে ‘সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে আমার প্রাণের সংগঠন (ছাত্রদল), আমি এই পরিচয়েই শহীদ হবো।’ ফেসবুকে এমন পোস্ট দেয়ার ঠিক ১৬ ঘণ্টা পরই শহীদ হন ওয়াসিম আকরাম। ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তিনি প্রাণ হারান। চট্টগ্রামে তিনিই প্রথম শহীদ।