অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের শেষ সুপার-১২ ম্যাচে তারা চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে ব্যর্থ হয়েছে।
বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নাজমুল হোসেন শান্তর ৪৮ বলে ধীরগতির ৫৪ রানে ৮ উইকেটে ১২৭ রান করে।
ওপেনিং জুটিতে ছিলেন শান্ত ও লিটন দাস। শুরুর দিকেই লিটনের ছয় বড়কিছুর ইঙ্গিত দিচ্ছিল বটে। কিন্তু পাওয়ারপ্লেতে আট বলে ১০ রান করে শাহীন আফ্রিদির শিকার হন তিনি।
এটি শাহীনের একটি শর্ট বল ছিল এবং লিটন তা টেনে নেয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত শান মাসুদ বলটি ধরে ফেলেন।
এরপরে ১০ ওভারে বাংলাদেশ আর কোনো উইকেট হারায়নি।কিন্তু ১১তম ওভারে শাদাব খানের ছোঁড়া বল খেলতে গিয়ে সৌম্য সরকার এবং পরের বলে সাকিব আল হাসান বিতর্কিত এলবিডব্লিউর শিকার হন।
মোসাদ্দেক হোসেন ১১ বলে মাত্র পাঁচ এবং নুরুল হাসান সোহান তিন বলে শূন্য রান করে মাঠ ত্যাগ করেন। এতে টাইগারদের বড় রান করা কঠিন হয়ে পড়ে।
তবে ২০ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন আফিফ হোসেন। এই ম্যাচে বাংলাদেশকে ১০০ রান পেরিয়ে যেতে সাহায্য করেন তিনি।
পাকিস্তানের হয়ে শাহীন ২২ রান দিয়ে চার এবং শাদাব দুই উইকেট নেন।