নতুন শুরুর প্রত্যাশায় শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টের ব্যাটিংয়েও নড়বড়ে শুরু করে বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতায় মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। জেগে ওঠে আরও একটা ব্যটিং বিপর্যয়ের শঙ্কা। কিন্তু সেখান থেকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম মিলে সামনে টেনে চলেছেন সফরকারীদের।
দুজনের ইনিংসই পেয়েছে সেঞ্চুরির ল্যান্ডমার্কের দেখা। ক্যারিয়ারে দেড় বছর পর সেঞ্চুরি পেলেন শান্ত। আর মুশফিক এই মাঠেই ডাবল সেঞ্চুরি করেছিলেন। প্রিয় মাঠে শেষবার ব্যাট করতে নেমে অভিজ্ঞ এই ব্যাটারও পেয়েছেন সেঞ্চুরি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২৮৯ রান।শান্ত অপরাজিত ১২৯ রানে। আর মুশফিকের স্কোর ঠিকঠিক ১০০।
গলইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে আজ (মঙ্গলবার) টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। দলীয় ৫০ রানের আগেই তিন উইকেট হারিয়ে তারা বিপাকে পড়ে। এরপর মুশফিক-শান্ত মিলে গড়েছেন
ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে আজ (মঙ্গলবার) টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। দলীয় ৫০ রানের আগেই তিন উইকেট হারিয়ে তারা বিপাকে পড়ে। এরপর মুশফিক-শান্ত মিলে গড়েছে
গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে আজ (মঙ্গলবার) টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। দলীয় ৫০ রানের আগেই তিন উইকেট হারিয়ে তারা বিপাকে পড়ে। এরপর মুশফিক-শান্ত মিলে এখন পর্যন্ত গড়েছেন ২৩৫ রানের জুটি।
দিনের শুরুতে ১০ বলে ডাক মেরে ফিরে এনামুল হক বিজয়। আরেক ওপেনার সাদমানকে নিয়ে এগুতে থাকেন মুমিনুল হক। কিন্তু মাত্র ৮ বলের ব্যবধানে অভিষিক্ত থারিন্দু রত্নায়েকে দুজনকেই সাজঘরে ফেরান।
লঙ্কানদের সাফল্য ওটুকুই। এরপরেই শান্ত আর মুশফিক মিলে দলকে এগিয়ে নিয়েছেন। শেষ বিকেলে এসে সেঞ্চুরি পেয়েছেন দুজনেই। শান্তর ক্যারিয়ারে এটি ৬ষ্ঠ টেস্ট সেঞ্চুরি। আর মুশফিক ক্যারিয়ারের একদম শেষে এসে পেলেন আরও একবার তিন অঙ্কের দেখা।