ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেট এলাকার শাহবাগ-কাঁটাবন রোডে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। এসময় সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সোমবার (১৬ জুন) সকাল ৬টার দিকে ১০-১৫ জন ঝটিকা মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এছাড়াও, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাধিক স্থান থেকে অবিস্ফোরিত অবস্থায় সাতটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, সোমবার সকালে শেখ মুজিব হলের পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা সেখানে যাই। সেখানে দুটি অবিস্ফোরিত ককটেল ছিল। পরে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট এসে সেগুলো উদ্ধার করে।
তিনি বলেন, হাইকোর্ট মোড় এবং এনেক্স ভবনের ময়লার ভাগাড়ে ২টি খাবারের বক্স থেকে ৭টি ককটেল উদ্ধার করেছে শাহবাগ থানা বোম্ব ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবি শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
উল্লেখ্য, সোমবার বিকেল পাঁচটায় ডাকসুর নির্বাচন কমিশন গঠন নিয়ে ঢাবি সিন্ডিকেটের মিটিং রয়েছে। একইদিনে এসব নাশকতামূলক কাজকে ডাকসু পিছাবার চক্রান্ত বলে মনে করছে অনেকে।