আবারও অবরুদ্ধ রাজধানীর শাহবাগ এলাকা। এবার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের পরিবারের সদস্যরা বৈষম্যমূলক চিকিৎসা ব্যবস্থার অভিযোগ তুলে শাহবাগের প্রধান সড়ক অবরোধ করেছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) এই অবরোধের ফলে কিছুসময় বন্ধ থাকে শাহবাগ চৌরাস্তা থেকে ইন্টারকন্টিনেন্টাল কনস্ট্রাকশন পর্যন্ত এলাকা। তবে ধাপে ধাপে স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল।
শাহবাগ থানার ওসি খালেদ মনসুর গণমাধ্যমকে বলেন, বেশ কিছু দাবি নিয়ে তারা বিএসএমএমইউর সামনে সড়কে অবস্থান করছে। তবে মোড়ের অন্য লেনগুলো দিয়ে যান চলাচল করছে।
তাদের দাবির মধ্যে আছে—আহতদের দুইটি ক্যাটাগরিতে বিবেচনায় যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের মাসিক ২০ হাজার টাকা ভাতা, এককালীন ভাতা এবং পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা-সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
আহতদের মধ্যে যারা সেরে উঠেছেন এবং কর্মক্ষম আছেন তাদের ১৫ হাজার টাকা মাসিক এবং এককালীন ভাতার ব্যবস্থা এবং সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
আহতদের পরিবারের সদস্যদের ভাষ্য, সরকার ৩টি ক্যাটাগরি করে আহতদের চিকিৎসা দিচ্ছে যা খুবই বৈষম্যমূলক। এছাড়া প্রান্তিক এলাকায় আহতদের চিকিৎসার সুবিধার্থে হট-লাইন সেবা চালু করার দাবি জানিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহতদের পরিবারের সদস্যরা।