শনিবার, ২৯ মার্চ, ২০২৫

শাহবাগ অবরোধ করলেন নিয়োগ বাতিল শিক্ষকেরা, পুলিশের জলকামান নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বাতিল হওয়া শিক্ষকরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান নিক্ষেপ করেছে।

এ সময় বেশ কয়েকজন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বেলা ১ টার দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া কয়েক শ চাকরিপ্রত্যাশী শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় চারদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ চারদিক থেকে তাদের ঘিরে রাখে এবং তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সড়ক থেকে সরবেন না বলেই জানান। একপর্যায়ে বেলা দুইটার দিকে পুলিশ জলকামান থেকে গরম পানি ছিটিয়ে ও ধাওয়া দিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেন। এরপর রাস্তায় যান চলাচল শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, ‘আমরা মেধা দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছি। পুলিশ ভেরিফাই করেই আমাদের নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের কেন আন্দোলন করতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমরা সাত দিন ধরে একটি যৌক্তিক দাবির জন্য আন্দোলন করছি। কোনো উপদেষ্টা কথা বলছেন না। আমরা কী এই দেশের নাগরিক না? আমরা তো ছাত্রদের পাশে ছিলাম। এখন কেন আমাদের পাশে ছাত্র প্রতিনিধি নেই কেন?’

গত কয়েকদিন ধরেই নিয়োগ পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। আন্দোলনের অংশ হিসেবে এর আগেও তারা সড়ক অবরোধ করেন। সে সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলাকামান ব্যবহার করে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন চলাকালে সন্ধ্যার আগে নিয়োগপ্রত্যাশীরা ঘোষণা দেন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শহবাগে অবস্থান কর্মসূচি ‘জাস্টিস ফর টিচার’, ‘লং মার্চ টু ঢাকা’ শুরু হবে। ৬ হাজার ৫৩১ জনের যোগদান নিশ্চিত করতে এই কর্মসূচি দেওয়া হয়।

সোমবার (১১ ফেব্রুয়ারি) পুলিশি নির্যাতনের পর মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে চাকরিপ্রার্থীরা বৈঠক করেন। সরকারের পক্ষ থেকে তাদের নিয়োগের ব্যবস্থা নিতে আদালতে আপিল করা হয়। কাউকে নিয়োগ থেকে বাদ দেওয়া হবে না জানানো হয়। কিন্তু উচ্চ আদালতের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ডিসির বাংলোর গর্তে মিলল দ্বাদশ নির্বাচনের সিলমারা ব্যালট

নাটোরের জেলা প্রশাসকের পুরোনো বাংলোর ভেতরে মিলল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ ব্যালট পেপার। যার বেশিরভাগই সিলমারা ব্যালট পেপার। শনিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে...

মিয়ানমারের ভূমিকম্প: ঢাকার জন্য কঠিন সতর্কবার্তা

মিয়ানমারের সাগাইং ফল্ট লাইনের ওপর গতকাল পরপর ছয়টি ভূমিকম্প আঘাত হেনেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ঢাকার জন্য একটি কঠিন সতর্কবার্তা। কারণ বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত...

ঈদের আনন্দ বিশ্বজুড়ে, গাজায় রক্ত, ক্ষুধা ও আর্তনাদ

বিশ্বজুড়ে মুসলিমদের ঘরে ঘরে ঈদের আনন্দ, কিন্তু ফিলিস্তিনের গাজায় ঈদের কোনো উৎসব নেই। সেখানে আছে শুধু কান্না, ক্ষুধা আর বোমার ভয়াবহ ধ্বংসযজ্ঞ। ইসরায়েলি বাহিনীর...

মৃত্যুপুরী মিয়ানমার, হাজার ছাড়াল নিহতের সংখ্যা

ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে মিয়ানমার। শুক্রবারের এই প্রলয়ঙ্করী কম্পনে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে, আহত হয়েছেন হাজার হাজার মানুষ। শুধু মিয়ানমারই নয়, কম্পনের...

সম্পর্কিত নিউজ

ডিসির বাংলোর গর্তে মিলল দ্বাদশ নির্বাচনের সিলমারা ব্যালট

নাটোরের জেলা প্রশাসকের পুরোনো বাংলোর ভেতরে মিলল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ ব্যালট...

মিয়ানমারের ভূমিকম্প: ঢাকার জন্য কঠিন সতর্কবার্তা

মিয়ানমারের সাগাইং ফল্ট লাইনের ওপর গতকাল পরপর ছয়টি ভূমিকম্প আঘাত হেনেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি...

ঈদের আনন্দ বিশ্বজুড়ে, গাজায় রক্ত, ক্ষুধা ও আর্তনাদ

বিশ্বজুড়ে মুসলিমদের ঘরে ঘরে ঈদের আনন্দ, কিন্তু ফিলিস্তিনের গাজায় ঈদের কোনো উৎসব নেই। সেখানে...