শনিবার, ১০ মে, ২০২৫

শাহবাগ অবরোধ করলেন নিয়োগ বাতিল শিক্ষকেরা, পুলিশের জলকামান নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বাতিল হওয়া শিক্ষকরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান নিক্ষেপ করেছে।

এ সময় বেশ কয়েকজন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বেলা ১ টার দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া কয়েক শ চাকরিপ্রত্যাশী শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় চারদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ চারদিক থেকে তাদের ঘিরে রাখে এবং তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সড়ক থেকে সরবেন না বলেই জানান। একপর্যায়ে বেলা দুইটার দিকে পুলিশ জলকামান থেকে গরম পানি ছিটিয়ে ও ধাওয়া দিয়ে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেন। এরপর রাস্তায় যান চলাচল শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, ‘আমরা মেধা দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছি। পুলিশ ভেরিফাই করেই আমাদের নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের কেন আন্দোলন করতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমরা সাত দিন ধরে একটি যৌক্তিক দাবির জন্য আন্দোলন করছি। কোনো উপদেষ্টা কথা বলছেন না। আমরা কী এই দেশের নাগরিক না? আমরা তো ছাত্রদের পাশে ছিলাম। এখন কেন আমাদের পাশে ছাত্র প্রতিনিধি নেই কেন?’

গত কয়েকদিন ধরেই নিয়োগ পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। আন্দোলনের অংশ হিসেবে এর আগেও তারা সড়ক অবরোধ করেন। সে সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলাকামান ব্যবহার করে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন চলাকালে সন্ধ্যার আগে নিয়োগপ্রত্যাশীরা ঘোষণা দেন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শহবাগে অবস্থান কর্মসূচি ‘জাস্টিস ফর টিচার’, ‘লং মার্চ টু ঢাকা’ শুরু হবে। ৬ হাজার ৫৩১ জনের যোগদান নিশ্চিত করতে এই কর্মসূচি দেওয়া হয়।

সোমবার (১১ ফেব্রুয়ারি) পুলিশি নির্যাতনের পর মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে চাকরিপ্রার্থীরা বৈঠক করেন। সরকারের পক্ষ থেকে তাদের নিয়োগের ব্যবস্থা নিতে আদালতে আপিল করা হয়। কাউকে নিয়োগ থেকে বাদ দেওয়া হবে না জানানো হয়। কিন্তু উচ্চ আদালতের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

নিষিদ্ধ হল আওয়ামী লীগ, বিচারেরও পথ খুলল

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ নেওয়া ছাত্র-জনতার দাবির মুখে সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি সভা থেকে...

সবাই ঘুমিয়ে ছিল আর সাবেক রাষ্ট্রপতি পালিয়েছে, ব্যর্থতা অন্তবর্তী সরকারের: আমিনুল হক

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছেড়ে চলে যাওয়ার পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ও প্রশাসনের নিরব ভূমিকার তীব্র সমালোচনা করেছেন বিএনপি'র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক...

ববি উপাচার্যের পদত্যাগের আন্দোলনে একাত্মতা পোষণ করে শিক্ষক সমাজের যৌথবিবৃতি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের চলমান আন্দোলনের মধ্যে এবার শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের একাংশ। শনিবার...

যুদ্ধবিরতি কখন থেকে কার্যকর, জানালেন বিক্রম মিশ্রি

ভারত ও পাকিস্তানের কর্তৃপক্ষ কয়েকদিনের পাল্টা পাল্টি হামলার পর যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে উভয় দেশ একটি সমঝোতায় পৌঁছেছে। শনিবার (১০ মে) যুদ্ধবিরতির ঘোষণার সময়...

সম্পর্কিত নিউজ

নিষিদ্ধ হল আওয়ামী লীগ, বিচারেরও পথ খুলল

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ নেওয়া ছাত্র-জনতার দাবির মুখে সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার...

সবাই ঘুমিয়ে ছিল আর সাবেক রাষ্ট্রপতি পালিয়েছে, ব্যর্থতা অন্তবর্তী সরকারের: আমিনুল হক

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছেড়ে চলে যাওয়ার পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ও প্রশাসনের...

ববি উপাচার্যের পদত্যাগের আন্দোলনে একাত্মতা পোষণ করে শিক্ষক সমাজের যৌথবিবৃতি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের চলমান আন্দোলনের মধ্যে এবার শিক্ষার্থীদের...