রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সংগঠনটির নেতা-কর্মীরা মিছিল নিয়ে মোড়ে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
সংগঠনটির দাবি, সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। পাশাপাশি ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এই পরিস্থিতির প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছে।
এর আগে, বিকেল ৪টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। সেখানে বক্তারা সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। তারা বলেন, দেশের চলমান সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনা ও দমননীতিই দায়ী।
সমাবেশ শেষে বিকেল ৫টার দিকে কয়েক হাজার নেতা-কর্মী মিছিল নিয়ে নয়াপল্টন থেকে শাহবাগ মোড়ের দিকে রওনা হন। পরে তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান।
এই মিছিলে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব–উন–নবী খান সোহেল। তার সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসানসহ আরও অনেকে।
শাহবাগ মোড় রাজধানীর একটি কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ স্থান। সেখানে আন্দোলনের কারণে আশপাশের রাস্তায় যানজট দেখা দেয়। সাধারণ মানুষকে চলাচলে ভোগান্তিতে পড়তে হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ মোড়ে স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি চলছিল। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।