রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষককে লাঞ্ছিতের ঘটনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) শাখা ছাত্রলীগের সভাপতি আবু সিনহাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে হামলার শিকার হন শিক্ষক।
গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাবির উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষককে লাঞ্ছিত করায় আবু সিনহাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। বহিষ্কার আবু সিনহা আইবিএ’র ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এর আগে গত রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ টুর্নামেন্টে আইবিএ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের মধ্যেকার খেলার টাইব্রেকারের সময় রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে অধ্যাপক মোইজুর রহমান এগিয়ে গেলে আইবিএ’র ছাত্রলীগ সভাপতি আবু সিনহার হাতে তিনি লাঞ্ছিত হন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার দিনই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। রাবি প্রশাসন তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আবু সিনহাকে সাময়িকভাবে বহিষ্কারের করে। তবে পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।