রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ২০২৩-২৪ শিক্ষা বর্ষের দুই শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণে আর্থিক সহায়তা দিয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য।
জানা যায়, আর্থিক সমস্যার কারণে ফরম পূরণে অক্ষম ছিলেন প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী।
সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের এই আর্থিক অসচ্ছলতার কথা জানতে পাওয়ার পর নোবেল ইসলাম সূর্য তাৎক্ষণিকভাবে তাদের পাশে দাঁড়ান।
তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের সহযোগিতা শুধু শিক্ষার্থীদের সমস্যার সমাধানই নয়, বরং ছাত্রনেতাদের সামাজিক দায়িত্বশীলতার পরিচায়ক।
সহায়তা পাওয়া ওই দুই শিক্ষার্থীও এই ছাত্রনেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।
এ বিষয়ে নোবেল ইসলাম সূর্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, “ছাত্রদল কেবল রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি শিক্ষার্থীদের বিপদ-আপদে পাশে দাঁড়ানোর একটি প্ল্যাটফর্ম।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে আমরা সবসময় কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, এ উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে।