মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

শিবিরের গুপ্ত কর্মীরা ছাত্রদলের বিপক্ষে ‘মব’ সৃষ্টি করছে

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

রাজধানীর পুরান ঢাকায় এক ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ছাত্রদলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে জনমত গঠনের অভিযোগ তুলেছে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দাবি করেছেন, শিবিরের গোপন কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে একটি ‘মব’ বা উগ্র জনতা সৃষ্টি করছে, যার লক্ষ্য ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করা।

সোমবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে একাধিক হত্যাকাণ্ড ঘটলেও সেগুলোর প্রতিক্রিয়ায় শিক্ষার্থীদের উত্তেজিত করার চেষ্টা করা হয়নি। কেবল মিটফোর্ডের ঘটনা ঘিরেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের বিরুদ্ধে ‘প্রোপাগান্ডা’ ছড়ানো হচ্ছে।”

নাছির উদ্দিন আরও অভিযোগ করেন, এই গোপন সংগঠনের কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও বিতর্কে জড়াতে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, তারা শিক্ষাপ্রতিষ্ঠানে একটি অস্থির পরিবেশ তৈরি করতে চাইছে। এর মাধ্যমে সারাদেশেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চলছে।

এই পরিস্থিতির প্রতিবাদে ছাত্রদল ‘গুপ্ত সংগঠনের অপতৎপরতা’, ‘শিক্ষা পরিবেশ বিনষ্ট’ এবং ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির’ বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেল সাড়ে তিনটায় নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কাকরাইল, মৎস্য ভবন, প্রেসক্লাব, কার্জন হল ও টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া ছাত্রদল নেতাকর্মীরা ‘জামায়াত-শিবির হটাও’, ‘রাজাকারের বাংলায় ঠাঁই নাই’, ‘স্বৈরাচার-রাজাকার একাকার’, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’—এমন নানা স্লোগান দিতে থাকেন।

এ বিক্ষোভে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর, বিভিন্ন কলেজ ও থানার ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চান, বিশৃঙ্খলা নয়।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি বন্ধ করে ফেনীতে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে: মঞ্জু

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি এবং সঠিকভাবে মেরামতকাজ না করায় একই স্থানে বারবার বেড়িবাঁধ ভাঙছে।...

যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে শুল্কহার ‘শূন্য’ করতে চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে যৌক্তিক শুল্ক হিসেবে ‘শূন্য’ শুল্ক নির্ধারণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।সোমবার (১৪ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মার্কিন...

ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে শাকিব খান, ভক্তদের কৌতূহলে জল্পনা হলিউড যাত্রা নিয়ে

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান আবারও দেশ ছেড়েছেন। তবে এবার শুধু ভ্রমণ নয়, তার এই সফর ঘিরে রয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রায় ১৪ হাজার...

২৭ বছর পর প্লেব্যাকে আমির খান

বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' খ্যাত অভিনেতা আমির খান আবারও গানে কণ্ঠ দিচ্ছেন—তাও প্রায় ২৭ বছর পর। ১৯৯৮ সালে ‘গোলাম’ ছবির জনপ্রিয় গান ‘আতি কেয়া খান্ডালা’...

সম্পর্কিত নিউজ

পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি বন্ধ করে ফেনীতে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে: মঞ্জু

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি...

যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে শুল্কহার ‘শূন্য’ করতে চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে পণ্য রফতানিতে যৌক্তিক শুল্ক হিসেবে ‘শূন্য’ শুল্ক নির্ধারণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন...

ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে শাকিব খান, ভক্তদের কৌতূহলে জল্পনা হলিউড যাত্রা নিয়ে

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান আবারও দেশ ছেড়েছেন। তবে এবার শুধু ভ্রমণ নয়,...