রবিবার, ৩ আগস্ট, ২০২৫

‘শিবির মারা জায়েজ’ বলে পোস্ট দেওয়া ছাত্রদল কর্মীর বিরুদ্ধে জিডি

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনাটি নিয়ে রাজশাহীর ছাত্র রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ছাত্রশিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের কর্মী আহনাফ তাহমিদ অর্জন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি উসকানিমূলক স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, শিবির মারা জায়েজ ছিল, জায়েজ আছে, জায়েজ থাকবে। এদের বেসিক হিউম্যান রাইটস থাকাও উচিত কি না এটা নিয়ে ডিবেট হওয়া উচিত।

বিষয়টি নিয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং সংগঠনের রাজশাহী মহানগর শাখার সভাপতি মোহা. শামীম উদ্দিন শুক্রবার (৩০ মে) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানায় একটি জিডি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসতাক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি আহনাফ তাহমিদ রাজশাহী নগরীর ভাটাপাড়া এলাকার বাসিন্দা এবং রাজশাহী কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী। যদিও মহানগর ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

ছাত্রশিবির এক যৌথ বিবৃতিতে অভিযুক্তের মন্তব্যকে ‘ঘৃণিত ও উসকানিমূলক’ বলে আখ্যা দিয়ে বলেন, এটি শুধুমাত্র একটি সংগঠনের বিরুদ্ধে নয়, বরং গণতান্ত্রিক পরিবেশের বিরুদ্ধে সরাসরি হুমকি। রাজশাহী মহানগর শাখার সভাপতি শামীম উদ্দিন ও সেক্রেটারি ইমরান নাজির স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আবরার ফাহাদের মতো হত্যাকাণ্ডের পরেও যখন কেউ প্রকাশ্যে শিবির সদস্যদের হত্যার পক্ষে সাফাই গায়, তখন তা গণতন্ত্র, মানবাধিকার ও শিক্ষাঙ্গনের পরিবেশের জন্য চরম হুমকি হয়ে দাঁড়ায়।

তবে এ বিষয়ে অভিযুক্ত আহনাফ তাহমিদ জানান, তিনি পরিস্থিতির চাপে ও ক্ষোভের বশে পোস্টটি দিয়েছিলেন। পরে সংগঠনের পক্ষ থেকে অনুরোধে তিনি সেটি মুছে ফেলেন। পোস্টটি ঠিক হয়নি—বুঝে গেছি। তারপরেই আমি রিমুভ করে দিই। শিবির যদি আইনি ব্যবস্থা নেয়, আমিও প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত আছি,বলেন তিনি।

ছাত্রদল নেতা খালিদ বিন ওয়ালিদ আবির জানান, অভিযুক্তকে তারা ব্যক্তিগতভাবে তেমন চিনেন না এবং বিষয়টি মহানগর ছাত্রদলের সিদ্ধান্তসাপেক্ষ।

এদিকে পুলিশ জানিয়েছে, জিডির ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কুবিতে প্রশাসনিক ভবনে তালা

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষক নিয়োগের একদফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন তালাবদ্ধ করেছে ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা।রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবনের...

মিরপুরের উইকেটকে বিশ্রাম দেওয়ার পক্ষে আকরাম

মিরপুরের উইকেট নিয়ে ভক্ত-সমর্থক, দেশি ক্রিকেটার ও সংগঠক থেকে শুরু করে বিদেশি কোচ-ক্রিকেটারদের অভিযোগের শেষ নেই। এসব অভিযোগের সাথে একমত পোষণ করলেন বিসিবি পরিচালক...

কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৫

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে।শনিবার (২ আগস্ট) রাত সাড়ে...

নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার মালামাল লুট

নাটোর চিনিকলে নাইট গার্ডদের বেঁধে রেখে প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় সঙ্ঘবদ্ধ ডাকাত দল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে নাটোরের পুলিশ...

সম্পর্কিত নিউজ

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কুবিতে প্রশাসনিক ভবনে তালা

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষক নিয়োগের একদফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন তালাবদ্ধ করেছে ফার্মেসী...

মিরপুরের উইকেটকে বিশ্রাম দেওয়ার পক্ষে আকরাম

মিরপুরের উইকেট নিয়ে ভক্ত-সমর্থক, দেশি ক্রিকেটার ও সংগঠক থেকে শুরু করে বিদেশি কোচ-ক্রিকেটারদের অভিযোগের...

কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৫

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ...